কলকাতা

মদ্যপ অবস্থায় প্রতিবেশীর বাড়িতে সিভিক ভলান্টিয়ার, জামিন মঞ্জুর!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবার কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। এবার এন্টালি থানা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ার বাড়ি ভুল করে প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়েন। বেসামাল যুবককে দেখে প্রতিবেশী মহিলা চিত্কার শুরু করেন। তারপর এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে এন্টালি থানা ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। তিনি ওই থানাতেই কর্মরত। রবিবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হলে বিচারক ২ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।
পুলিস সূত্রে খবর, শনিবার ভোরের দিকে সন্তোষলাল প্রসাদ নামের ওই সিভিক ভলান্টিয়ার মদ্যপ অবস্থায় প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করেন। শম্ভুবাবু লেনের ওই এলাকাতেই থাকেন সন্তোষ। আচমকা ওই অবস্থায় সন্তোষকে দেখে চমকে যান বাড়ির মহিলা। তিনি চিত্কার জুড়ে দেন। তাঁর চিত্কার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে যান। তারপর এন্টালি থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলা। পুলিস তাঁকে গ্রেপ্তার করে মহিলাকে অনুসরণ ও উত্ত্যক্ত, অবৈধ প্রবেশের ধারায় মামলা রুজু করে। আদালত সূত্রের খবর, এদিন আদালতে সরকারপক্ষ ওই সিভিক ভলান্টিয়ারকে ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানায়। সন্তোষের আইনজীবী পাল্টা জামিনের আবেদন জানান। বিচারক দু’ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। পাশাপাশি সপ্তাহে একদিন ওই সিভিককে থানায় তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছে আদালত। সন্তোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কী কারণে, কোন উদ্দেশ্যে ওই সিভিক ভলান্টিয়ার অন্য একজনের বাড়িতে প্রবেশ করেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই সিভিকের মাথায় থানার কোনও আধিকারিকের হাত আছে কি না, তা নিয়েও ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন। - নিজস্ব চিত্র
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা