কলকাতা

আজ থেকে বন্ধ মহাকরণ থেকে এসপ্ল্যানেডমুখী মেট্রো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে প্রথম নদীর নীচ দিয়ে যাত্রীবোঝাই মেট্রো চলছে কলকাতায়। হাওড়া মদয়ান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত রুটে এই মেট্রো পরিষেবায় বড়সড় বদল আসতে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী পূর্বমুখী  লাইনে জরুরি কাজ শুরু হবে। তাই আজ, সোমবার থেকে ইস্ট-ওয়েস্ট রুটের এই অংশে মেট্রো পরিষেবা মিলবে কেবল হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত। মহাকরণ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী লাইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে পরিষেবা। কবে পরিষেবা স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না রেলকর্তারা। তবে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পশ্চিমমুখী লাইনে মেট্রো চলাচল স্বাভাবিকই থাকবে। এই লাইনে সপ্তাহের কাজের দিনগুলিতে সকাল ৬টা ৫৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত মেট্রো পাবেন যাত্রীরা। রবিবার বেলা ২টো ১৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্তও এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের এই লাইনে মেট্রো মিলবে। 
কোন জরুরি কাজের জন্য বন্ধ থাকবে পরিষেবা? মেট্রো ভবনের এক কর্তা জানান, বউবাজার বিপর্যয়ের কারণে একটা সময় ইস্ট-ওয়েস্ট মেট্রোর গোটা রুট নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ওই এলাকার বালিযুক্ত কাদামাটি ভেদ করে টানেলে জল ঢুকে যাচ্ছিল। মূলত পূর্বমুখী টানেলে একাধিক গভীর ক্ষত তৈরি হয়। এই কারণে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রোপথ এখনও জোড়া যায়নি। মসৃণ মেট্রো-যাত্রা থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষ লক্ষ যাত্রী। দীর্ঘ পাঁচ বছরের চেষ্টার পর আগামী জানুয়ারিতে শেষ হতে চলেছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতি সংক্রান্ত কাজ। তারপরই সম্পূর্ণ রুটে মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে পরিষেবা পরিচালিত হচ্ছে পৃথক সফ্টওয়্যারের মাধ্যমে। সম্পূর্ণ রুটে মেট্রো চালাতে গেলে অভিন্ন সফ্টওয়্যার বসাতে হবে। বর্তমান সফ্টওয়্যার বদলে ফেলতে হবে। গোটা প্রক্রিয়াটি যথেষ্ট সময়সাপেক্ষ। সেই সঙ্গে যে যে অংশে ইতিমধ্যে যাত্রী পরিষেবা মিলছে, তা যতটা সম্ভব অব্যাহত রাখতে চায় মেট্রো কর্তৃপক্ষ। তাই আপাতত মহাকরণ-এসপ্ল্যানেড পূর্বমুখী লাইন বন্ধ রেখে কাজ চলবে বলে জানান ওই কর্তা।
22d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা