কলকাতা

ভাড়াটে দুষ্কৃতীদের দিয়ে ভাইয়ের  উপর অ্যাসিড হামলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহালে অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা এক যুবকের উপর অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ। গুরুতর জখম হয়েছেন ভোলানাথ কোলে নামের ওই যুবক। সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে ভোলানাথের বিবাদ দীর্ঘদিনের। অভিযোগ, দাদাই দুষ্কৃতীদের ভাড়া করে ভাইয়ের উপর অ্যাসিড হামলা চালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিস।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পাতিহালের নিজবালিয়া গ্রামের বাসিন্দা ভোলানাথ কোলে ইমিটেশনের গয়না তৈরির কাজ করেন। শনিবার রাতে বাড়িতে বসে সেই কাজই করছিলেন তিনি। রাত ৯টা নাগাদ অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী আচমকা বাইকে করে এসে তাঁর ঘরের জানালার কাছে দাঁড়ায়। এরপরই তারা ভোলানাথকে লক্ষ্য করে অ্যাসিড জাতীয় তরল ছুড়ে দিয়ে চম্পট দেয়। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন ভোলানাথ। পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়। পরে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। রবিবার দুপুরে ভোলানাথকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
আহত যুবকের বাবা নিত্যানন্দ কোলে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছি। বাইরের কারও সঙ্গে শত্রুতা নেই। বড় ছেলে দিল্লিতে থাকে। প্রায়ই জমিজমা নিয়ে ঝামেলা করছিল সে।’ পরিবারের অভিযোগ, গত আগস্ট মাসে সম্পত্তি নিয়ে বড় ছেলের সঙ্গে ছোট ভাই ও বাবার বচসা তুমুল আকার নেয়। এমনকী ফোন করে ভাইকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছিল দাদা। আহত যুবকের স্ত্রী মৌমিতা কোলে বলেন, ‘এর আগেও বাড়িতে খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। ভাশুর দিল্লিতে বসেই দুষ্কৃতীদের ভাড়া করে আমার স্বামীর উপর হামলা চালিয়েছে। পরিবার নিয়ে আতঙ্কে আছি।’ এদিন সকালে জগৎবল্লভপুর থানায় ভাশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আহত যুবকের স্ত্রী। হাওড়া গ্রামীণ পুলিসের এক আধিকারিক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা