কলকাতা

নদীবক্ষে লুকিয়ে ৫ ঘণ্টা! মৃত্যু পাচারকারীর

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রাতের অন্ধকারে বাংলাদেশে মাদক চালান করছিল পাচারকারীরা। বিএসএফ জওয়ানরা ধাওয়া করলে তাঁদের উপরেই হামলার চেষ্টা শুরু হয়। আত্মরক্ষায় জওয়ানরাও পাল্টা শূন্যে গুলি চালালে দৌড়ে পালিয়ে যায় তারা। তাদের মধ্যে দু’জন ঝাঁপ দেয় নদীতে। ঠান্ডা জলে নদীবক্ষে প্রায় ৫ ঘণ্টা লুকিয়ে ছিল তারা। অবশেষে দু’জনকেই পাকড়াও করা গেলেও অসুস্থ হয়ে মৃত্যু হয় এক পাচারকারীর। শনিবার রাতে বনগাঁর আঙরাইল সীমান্তের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিএসএফ জানিয়েছে, মৃত পাচারকারী এর আগেও দু’বার মাদক পাচার করে গ্রেপ্তার হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিএসএফ ৫০০ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে।
বিএসএফ জানিয়েছে, মৃত পাচারকারী বাপিন গড়াইয়ের (নাম পরিবর্তিত) বাড়ি বনগাঁ এলাকাতেই। সে দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে যুক্ত। তদন্তে সেসব অপরাধের ইতিহাস পাওয়া গিয়েছে। ২০২১ সালে ফেনসিডিল চোরাচালানের জন্য এনডিপিএস আইনের অধীনে সে দু’বছরের জেল খাটে। চলতি বছরের ২৫ মে মাদক পাচারে ফের গ্রেপ্তার হয়। বর্তমানে জামিনে ছিল। ফেনসিডিলের পাশাপাশি সোনা পাচারেও অভিযুক্ত ছিল বাপিন।
বিএসএফ জানিয়েছে, রাত ১১টা নাগাদ বাংলাদেশ সীমান্তে চারজন মিলে পাচার করছিল। জওয়ানরা দেখতে পেয়ে এগিয়ে যান। পাচারকারীদের হাতে ধারালো অস্ত্র ও লাঠি ছিল। তা নিয়েই জওয়ানদের উপর হামলার চেষ্টা করে তারা। আত্মরক্ষার স্বার্থে এবং তাদের বাধা দিতে জওয়ানরা শূন্যে গুলিও চালান। গুলির শব্দ হতেই চারজনের মধ্যে দু’জন ডাঙার দিকে দৌড়ে পালিয়ে যায়। দু’জন ইছামতী নদীতে ঝাঁপ দেয়। তারপর নদীর পাড়ে শুরু হয় তল্লাশি। বিএসএফ জওয়ানরা প্রথমে একটি প্লাস্টিক ভর্তি ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। পরে আরও ৩৫০ বোতল ফেনসিডিল এবং দু’টি ধারালো অস্ত্র উদ্ধার হয়।
রাত ১১টায় ঘটনা এসব ঘটলেও ভোর ৪টের সময় জওয়ানরা লক্ষ্য করেন, যে দু’জন ইছামতীতে ঝাঁপ দিয়েছিল, তারা জলেই রয়েছে। তাদের পাকড়াও করতে গেলে সেই সময়ও জওয়ানদের উপর তারা হামলার চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। ঠান্ডায় দু’জনেই ঠকঠক করে কাঁপছিল। তাই আঙরাইল সীমান্ত চৌকিতে নিয়ে গিয়ে তাদের গরম চা, কম্বল দেওয়া হয়। আগুনও জ্বালানো হয়। একজন সামলে নিলেও বাপিন অসুস্থ হয়ে পড়ে। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।  সীমান্তে চলছে টহলদারি।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা