কলকাতা

সাতসকালেই ফের ট্রেন দুর্ঘটনা! হাওড়ার নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের ৩টি বগি

সংবাদদাতা, উলুবেড়িয়া: সাতসকালেই ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত হল ২২৮৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের ৩টি বগি। তবে গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেনটি। হতাহতের কোনও খবর নেই। আজ শনিবার ভোর ৫টা ৩৫ মিনিট নাগাদ শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় নলপুর স্টেশনের কাছেই এই বিপত্তি।
জানা গিয়েছে, আজ ভোরে হাওড়ার শালিমার স্টেশনে ঢোকার বেশ কিছুটা আগে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার নলপুর স্টেশনের কাছে ১ নম্বর লাইন দিয়ে যাওয়ার সময় কোনওভাবে ট্রেনটি ২ নম্বর লাইনে চলে আসে। ফলে লাইনচ্য়ুত হয় তিনটি বগি। এরমধ্যে দু'টি যাত্রীবাহী কামরা ও একটি পার্সেল ভ্যান রয়েছে। পশাপাশি, লাইন থেকে বেরিয়ে যায় ইঞ্জিনেরও অনেকটা অংশ।
তবে ট্রেনটির গতি কম থাকায় রক্ষে! এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। সকলেই সুরক্ষিত আছেন বলেই খবর। যদিও এই ঘটনার জেরে ট্রেন চলাচল ব্য়াহত হয়েছে হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায়। তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। তবে লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে কখন পরিস্থিতি স্বাভাবিক করা যাবে, তা এখনও জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আজ ভোরে হঠাৎই এক বিকট শব্দে চমকে ওঠেন বাসিন্দারা। তড়িঘড়ি ছুটে আসেন ঘটনাস্থলে। অন্যদিকে, যাত্রীদের দাবি জোর ঝাঁকুনি দিয়ে হঠাৎই দাঁড়িয়ে যায় ট্রেনটি। ফলে আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। রেলের তরফে উদ্ধারকার্যের উদ্যোগ শুরু হয়েছে। কিন্তু দুর্ঘটনার পর যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে লাইন ধরে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন।
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব শাখায় ২২৮৫০ ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। প্রতি শুক্রবার সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। সেই মতো গতকালও ট্রেনটি শালিমারের উদ্দেশে রওনা দেয়। সকাল ৬টা বেজে ৭ মিনিটে শালিমার স্টেশনে পৌঁছনোর কথা ছিল। কিন্তু শালিমারে ঢোকার বেশ কিছুটা আগে, হাওড়ার নলপুর স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে  রেল।
24d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা