কলকাতা

প্রশাসনের আপত্তিতে বন্ধ ‘লাইট-সাউন্ড শো’, আলো নিভিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আলো নিভিয়ে আলোকসজ্জা নিয়ে প্রশাসনের আপত্তির প্রতিবাদ করল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কমিটি। শুক্রবার মধ্যাঞ্চল সর্বজনীনের পুজো উদ্যোক্তারা এই প্রতিবাদে শামিল হন। দেবীমূর্তির মুখের সামনে একটি আলো জ্বালিয়ে রেখে বাকি সমস্ত আলো বন্ধ করে দেয় পুজো কমিটি।  মণ্ডপে অন্ধকারের মধ্যে দীর্ঘক্ষণ বসে থেকে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তাঁরা। জানা গিয়েছে, প্রতি বছরের মতো এবারও ক্লাবের পাশের পুকুরের ধারে ‘লাইট অ্যান্ড সাউন্ড’ শো আয়োজন করা হয়েছিল। চন্দননগরের সুবিখ্যাত আলোকসজ্জার বাহার দেখতে সেখানে প্রচুর মানুষের ভিড় হয়। এবার দুর্ঘটনার আশঙ্কায় চন্দননগর পুলিস কমিশনারের তরফে ওই শো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।  তারপরেই বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে তীব্র ক্ষোভ উগরে দিতে শুরু করেন ক্লাবকর্তা থেকে সাধারণ মানুষজন। প্রতিবাদে তাঁরা শো বন্ধ করে দেওয়ার পাশপিাশি যাবতীয় আলোকসজ্জা বন্ধ করে চারপাশ অন্ধকার করে দেন। উদ‍্যোক্তারা জানিয়েছেন, চন্দননগরের আলোকসজ্জা দেখতেই মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসেন। আর সেই আলোকসজ্জা উপরেই পুলিস-প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। তাই তাঁরা সব আলো নিভিয়ে প্রতিবাদ করছেন। ক্লাবকর্তাদের আরও দাবি, ওই শো আগেও একাধিকবার করা হয়েছে। কোনও সময় দুর্ঘটনা ঘটেনি। পুলিসকর্তারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে বিষয়টি নিয়ে উৎসবের চন্দননগর থেকে শুরু করে সমাজ মাধ্যমে ব্যাপক হইচই শুরু হয়েছে। 
এদিকে, সমাজ মাধ্যমে বাগবাজার সর্বজনীনের পুজা উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে দর্শকদের একাংশ। তাদের  অভিযোগ,  এবার এখানে জগদ্ধাত্রী প্রতিমার মুখ সঠিকভাবে হয়নি।  আম জনতার ক্ষোভের আঁচ পেয়ে সমাজমাধ্যমে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশও করেছেন বাগবাজার সর্বজনীনের কর্তারা।  
24d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা