কলকাতা

কলকাতা মেডিক্যালের সিসিইউতে বেড বিক্রির অভিযোগের কোনও সারবত্তা নেই, জানাল চার জুনিয়র ডাক্তার সহ ১১ সদস্যের কমিটি
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড বিক্রির অভিযোগের কোনও সারবত্তা নেই। এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তৈরি হয়েছিল তদন্ত কমিটি। সেই কমিটি অভিযোগের কোনও সারবত্তা খুঁজে পায়নি। উল্লেখযোগ্য বিষয় হল, ১১ সদস্যের ওই তদন্ত কমিটিতে চারজনই ছিলেন জুনিয়র ডাক্তার। মেডিক্যালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ অঞ্জন অধিকারী বলেন, ‘বেড বিক্রি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে। কোনও প্রমাণ মেলেনি।’ 
প্রসঙ্গত, মাসদেড়েক আগে সুদীপ্তবাবু এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে হাসপাতালের সিসিইউ’র বেড বিক্রির অভিযোগ ওঠে। জুনিয়র ডাক্তারদের একাংশই সেই অভিযোগ তোলেন। তখন অভিযোগ খতিয়ে দেখতে মেডিসিনের প্রধান ডাঃ সৌমিত্র ঘোষের নেতৃত্বে ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। কমিটিতে সৌমিত্রবাবু ছাড়াও ফরেন্সিক সহ একাধিক বিভাগের প্রধানরা ছিলেন। ২ জন ইন্টার্ন এবং ২ জন হাউসস্টাফ, অর্থাৎ জুনিয়র ডাক্তাররাও ছিলেন কমিটিতে। 
অন্যদিকে, বাইরের নার্সিংহোমের রক্তের নমুনা মেডিক্যালে এনে পরীক্ষা করানো সহ একাধিক অভিযোগ তোলা হয়েছিল মেডিক্যালের কর্মী সংগঠনের নেতা তথা ল্যাবরেটরি টেকনোলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধে। সেই অভিযোগ খতিয়ে দেখতে ৯ সদস্যের কমিটি গঠন করেছিল মেডিক্যাল। সেই কমিটিরও প্রধান ছিলেন সৌমিত্রবাবু। তদন্ত শেষের দিকে। এখনও সেই রিপোর্ট জমা পড়েনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  
বেড বিক্রি সংক্রান্ত অভিযোগের সারবত্তা না মিললেও ভবিষ্যতে যাতে এই ধরনের অভিযোগ না ওঠে, তার জন্য বেশ কয়েকটি সুপারিশ করেছে তদন্ত কমিটি। তারা বলেছে, হাসপাতালে প্রচার চালিয়ে সাধারণ মানুষকে দালালদের সম্পর্কে সচেতন ও সাবধান করতে হবে। কোনও জনপ্রতিনিধি বা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী—সিসিইউ’র বেডে ভর্তির জন্য যাঁরাই সুপারিশ করবেন, তাঁদের কথা লিপিবদ্ধ রাখতে হবে সরকারি কাগজে। সেই তথ্য অডিট করতে হবে নিদিষ্ট সময় অন্তর।
26d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা