কলকাতা

হাবড়া-অশোকনগরে বহু স্কুলের ট্যাবের টাকা ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টে

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্য সরকার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব কেনার জন্য ১০ হাজার করে টাকা দেয় পড়ুয়াদের। কিন্তু সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে চলে যাচ্ছে ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টে। হাবড়া ও অশোকনগরের একাধিক স্কুলে এমনই ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট স্কুলগুলি এ নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে। এ নিয়ে হইচই পড়লেও অদ্ভুতভাবে মুখে কুলুপ এঁটেছে জেলা শিক্ষাদপ্তর। ট্যাবের টাকা কোথায় গেল, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই বার্তার পরেই থানায় অভিযোগ জানিয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বেশ কিছু অন্য অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সেই টাকা কীভাবে ওইসব অ্যাকাউন্টে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
পড়াশোনার উন্নতির জন্য রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের প্রতি বছর ট্যাব কেনার জন্য মাথাপিছু ১০ হাজার টাকা দেয়। এবার দুর্গাপুজোর ছুটির আগে স্কুলের পক্ষ থেকে পড়ুয়াদের বিস্তারিত তথ্য নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হয়েছে। ওই টাকা দেওয়া শুরু হতেই তৈরি হয়েছে বিতর্ক। উত্তর ২৪ পরগনার বহু স্কুলে দেখা যাচ্ছে, ট্যাবের টাকা ঢুকে গিয়েছে ‘ভূতুড়ে’ অ্যাকাউন্টে। 
অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের ছ’জন ছাত্রীর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। সে কথা জানার পর এ নিয়ে হইচই পড়ে। স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা রায়চৌধুরী বলেন, ‘আমাদের বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট ২১৩ জনের ট্যাবের টাকা পাওয়ার কথা। সিংহভাগ পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢুকলেও ছ’জনের টাকা আসেনি। তা চলে গিয়েছে অজানা অ্যাকউন্টে। খোঁজখবর নিয়ে জানতে পারি, ওই অ্যাকাউন্টগুলি রয়েছে রাজস্থান সহ দেশের বিভিন্ন শহরে। ওই তালিকায় কলকাতার অ্যাকাউন্টও রয়েছে। আমরা থানায় অভিযোগ জানিয়েছি।’
একই ঘটনা ঘটেছে কল্যাণগড় বিদ্যামন্দিরেও। এই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ার সংখ্যা ৪১০। এর মধ্যে তিনজনের টাকা ‘বেহাত’ হয়েছে। বিদ্যালয় পরিচালন সমিতির অন্যতম সদস্য শৌভিক দাস বলেন, ৪০৭ জন টাকা পেয়েছে। যে তিনজনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের কথা ভেবে আমরা থানায় অভিযোগ জানিয়েছি। 
হাবড়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা রত্না শূর বিশ্বাস বলেন, আমাদের স্কুলেও তিনজনের টাকা নিয়ে সমস্যা হয়েছে। হাবড়া থানায় অভিযোগ করা হয়েছে। অশোকনগরের আরেকটি স্কুলে এমনই ঘটনা ঘটেছে। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য এনিয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চাননি। শুধু বলেন, আমার মতো অনেক স্কুলেই এমন ঘটনা ঘটেছে। তবে, গোটা কাণ্ড নিয়ে মুখে কুলুপ এঁটেছেন উত্তর ২৪ পরগনার ডিআই (সেকেন্ডারি) বাদল পাত্র। তিনি বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কত স্কুলে এমন সমস্যা হয়েছে, তা বলা যাবে না। প্রয়োজনে কাউন্সিলের অফিস থেকে জেনে নেবেন’।
26d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা