কলকাতা

বারাসত পুরসভার সামনে রাস্তার নীচে পাইপে ফাটল, অবিরাম নষ্ট হচ্ছে জল

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত পুরসভার সামনেই রাস্তায় বড় ফাটল। তার জেরে নীচ দিয়ে যাওয়া পাইপে ছিদ্র হয়ে দেদারে পানীয় জল অপচয় হচ্ছে। দিনের পর দিন ধরে এই কাণ্ড ঘটলেও তা মেরামতের কোনও ব্যবস্থা করেনি পুরসভা। তাতে রাস্তার অবস্থাও বেহাল হয়ে পড়ছে। তবে, এটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে পুরসভা।
বারাসত শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আরবিসি রোড। রোজই এই রাস্তায় বাইক, চারচাকা সহ অনান্য যানবাহনের যথেষ্ট চাপ থাকে। সদ্য শেষ হওয়া কালীপুজোর সময় এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করা ছিল দায়। কিন্তু পুজো কেটে যাওয়ার পরে খোদ বারাসত পুরসভার সামনেই তৈরি হয়েছে ‘মরণফাঁদ’। অফিসের ঢোকার সামনেই তৈরি হয়েছে বড় একটি গর্ত। এদিকে, সেই রাস্তা দিয়েই গিয়েছে জলের পাইপলাইন। তা ফেটে গিয়ে গর্ত উপচে জল বেরিয়ে আসছে রাস্তায়।
দিনের পর দিন এইভাবে জল অপচয় হলেও কারও হুঁশ নেই বলেই অভিযোগ স্থানীয়দের। অজান্তে এই বড় গর্তে বাইক, সাইকেল বা টোটোর চাকা আটকে যাচ্ছে। ফলে দুর্ঘটনার আশঙ্কা করছে সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা আভিয়া পাল বলেন, দিন চারেক ধরে এমন অবস্থা! সরকারি অফিসের সামনে এভাবে জল অপচয়! ফলে, প্রশাসনিক দায়বদ্ধতা প্রশ্নচিহ্নের মুখে পড়ছে বৈকি।
এনিয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, এখানে রাস্তা কিছুটা বসে গিয়েছে। ভারী কোনও গাড়ি যাওয়ার ফলে রাস্তায় গর্ত হয়েছে। সেখান থেকে পাইপে ফাটলও ধরেছে, জল বের হচ্ছে। তবে, দ্রুত তা সারাই করা হবে।
27d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা