কলকাতা

পানিহাটিতে ৪৫ ফুটের প্রতিমা, দেবীর স্বপ্নাদেশে শুরু আরাধনা, আগরপাড়ায় কয়েকশো বছরের পুজো

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আগরপাড়ার মিত্রবাড়ির জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল টাকিতে। তারপর বারবার স্থানবদল করে এখন পুজো হচ্ছে আগরপাড়ায়। পুজো কয়েকশো বছরের পুরনো। এ বাড়ির জগদ্ধাত্রীকে ঘিরে রয়েছে নানা মিথ। পরিবার জানিয়েছে, এক সময় তাদের আর্থিক অবস্থা সঙ্গিন হয়ে গিয়েছিল। তখন প্রতিমার কাঠামো গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছিলেন তৎকালীন সদস্যরা। কয়েক বছর পর পরিবারের একজন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন। জলে লোহার একটি কাঠামো পায়ে এসে ঠেকে। কোনও কাজে লাগতে পারে ভেবে কাঠামো তুলে বাড়ি নিয়ে এসেছিলেন। তারপর দেবী জগদ্ধাত্রী বাড়ির এক গৃহবধূর স্বপ্নে দেখা দেন। নির্দেশ দেন, ‘ওই কাঠামোয় মূর্তি তৈরি করে পুজো করতে। তাহলে সব সমস্যার সমাধান হবে।’ প্রায় আড়াইশো বছর আগের এই ঘটনা আজও পরিবারের সদস্যদের মুখে মুখে ফেরে। তারপর থেকে আজও একটানা জগদ্ধাত্রীর আরাধনা চলছে মিত্রবাড়িতে। কয়েক দশক আগে পুজোয় ছাগ বলি হতো। কথিত আছে, বলির শেষে হাঁড়িকাঠ পুকুরে ফেলে দেওয়ার নিয়ম ছিল। পুকুরে সারা বছর ডুবে থাকত তা। পরের বছর বলির ঠিক আগে উঠত ভেসে। একদিন জগদ্ধাত্রী ফের এলেন স্বপ্নে। বলিদান বন্ধের নির্দেশ দিলেন। তারপর থেকে বলি বন্ধ। নবমীতে কুমারী পুজো হয় এ বাড়িতে। এই পরিবারের সদস্য তপন মিত্র বলেন, ‘আগের নিয়ম রীতি মেনে আজও মাতৃ আরাধনা হয়। মা খুবই জাগ্রত। পুজোর দিনগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা পরিবারের সদস্যরা জড়ো হন।’ 
তবে বাড়ির পুজো শুধু নয়। বারোয়ারি জগদ্ধাত্রী পুজো ঘিরে গঙ্গার অন্য পাড়ে এখন আলোর রোশনাই। পানিহাটিতে ৪৫ফুটের প্রতিমা নজর কাড়ছে দর্শনার্থীদের। এখানে বসেছে বড় মেলা। পানিহাটির অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের পুজো এবার সাত বছরে পা দিয়েছে। তাদের ৪৫ ফুটের জগদ্ধাত্রী চমক দিচ্ছে দর্শনার্থীদের। অমরাবতী মাঠে বড় মেলাও বসেছে। ১৬ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরও ভিড় টানছে। এ পুজোর মুখ্য সংগঠক হলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। তিনি বলেন, ‘কালীপুজোর পর পানিহাটিতে অনুষ্ঠান কার্যত শেষ হয়ে যায়। অথচ গঙ্গার ওপারে কোন্নগর, চন্দননগর সহ আশপাশের এলাকার জগদ্ধাত্রী পুজোর জগৎজোড়া নাম। এপারের বহু মানুষ ওই পুজো যেতে ইচ্ছা করেন। কিন্তু অনেকে যেতে পারেন না। সে কারণে পানিহাটিতেও জগদ্ধাত্রীর আরাধনা শুরু করা হয়েছে।’
 
27d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা