কলকাতা

হাওড়া গ্রামীণ জেলায় পুজো: সামাজিক অবক্ষয় দূর, পরিবেশ দূষণ রোধ থেকে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা

সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও সামাজিক অবক্ষয় দূর করার বার্তা, আবার কোথাও  পরিবেশ দূষণ রোধ থেকে বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা। এক কথায় জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে এখন জমজমাট হাওড়া গ্রামীণ জেলা। দুর্গা, লক্ষ্মী, কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আমেজ উলুবেড়িয়া থেকে বাউড়িয়া, শ্যামপুর থেকে বাগনান, আমতা থেকে উদয়নারায়ণপুরে।
হাওড়া গ্রামীণ জেলার যে ক’টি থিমের জগদ্ধাত্রী পুজো দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু, তার মধ্যে উলুবেড়িয়ার ধূলাসিমলা টিম অব স্পোর্টস অন্যতম। এটা এই পুজোর ২০ তম বর্ষ। তাদের এবারের ভাবনা– ‘সমাজের যত অবক্ষয় এবার যেন মা দূর হয়’। সমাজের নানা ঘাত-প্রতিঘাত এড়িয়ে একটি শিশুর বেড়ে ওঠা থেকে, সমাজে প্রতিষ্ঠিত হওয়া– সবটাই তুলে ধরা হয়েছে মণ্ডপে। একটি নৌকা দিয়ে জীবনের ওঠানামা বোঝনো হয়েছে। ক্লাবের সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, বর্তমান সমাজের বিভিন্ন অবক্ষয়ের খেসারত দিতে হয় আগামী প্রজন্মকে। আগামী প্রজন্মকে নতুন পৃথিবী উপহার দিতেই আমরা মায়ের কাছে সমাজের অবক্ষয় দূর করার আহ্বান জানিয়েছি।
অন্যদিকে, রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুরের মোনালিসা সংস্কৃতি সংসদের এবারের ভাবনা– ‘সবুজ ভাবুন, সবুজ করুন, সবুজ উপভোগ করুন’। ২১ বছরে পদাপর্ণ করা এই পুজো কমিটির মণ্ডপে প্লাস্টিক বর্জনের ডাক দেওয়ার পাশাপাশি বর্জ্য পদার্থ্যকে কীভাবে পুনঃব্যবহার করে তোলা যায়, সেই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি মণ্ডপের ভিতরে মানসিক শান্তি পাওয়ার বিভিন্ন উপায় তুলে ধরা হচ্ছে। পুজো কমিটির সম্পাদক শ্যামল গঙ্গোপাধ্যায় জানান, ‘ওয়েস্ট টু আর্ট কনসেপ্ট’ প্রয়োগ করে বর্জ্য পদার্থ দিয়ে শিল্পদ্রব্য তৈরি করে সেলফি জোন করা হবে। পাশাপাশি মণ্ডপের ভিতরে ‘ভার্টিকাল গার্ডেন’-এর ধারণা তুলে ধরা হবে। এর সঙ্গে বিভিন্ন ছবির মাধ্যমে মানসিক শান্তি পাওয়ার বিভিন্ন উপায় তুলে ধরা হবে। বিষয়টি দর্শনার্থীদের বুঝিয়ে বলার জন্য মহিলা সদস্যরা থাকবেন। অন্যদিকে, বাগনান যুবক বৃন্দের পুজো এবার ২৬ তম বর্ষে পদাপর্ণ করল। পুজো কমিটির সভাপতি চিত্রক প্রামাণিক জানান, জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে আমরা পরিবেশ রক্ষা, জলাভূমি ও পুকুর সংরক্ষণ এবং রাজ্য প্রাণী মেছো বিড়াল সংরক্ষণের বার্তা দিচ্ছি। পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন কমানো ও পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ ও গাছ দত্তক নেওয়ার ব্যবস্থাও করছি।
ধূলাসিমলা টিম অব স্পোর্টসের মণ্ডপ। -নিজস্ব চিত্র
26d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা