কলকাতা

উপ নির্বাচনের প্রচারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম, আহত ২

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উপ নির্বাচনের প্রচারেই তুলকালাম কাণ্ড হাড়োয়ায়। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার রাতে উত্তেজনা দেখা দেয় দেগঙ্গা ব্লকের চাঁপাতলা পঞ্চায়েতের জুয়াড়িয়া গ্রামে। মারধরের জেরে জখম হয়েছেন উভয়পক্ষের দু’জন। দেগঙ্গা থানায় লিখিত অভিযোগে দায়ের করেছে উভয়পক্ষই। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
১৩ নভেম্বর উপ নির্বাচন হাড়োয়া বিধানসভা কেন্দ্রের। বিধানসভার ১৩টি পঞ্চায়েতের মধ্যে পাঁচটি পঞ্চায়েত রয়েছে দেগঙ্গা ব্লকের অধীনে। শাসকদলের প্রার্থী হয়েছেন প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। তাঁর সমর্থনে ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু এই ব্লকের চাঁপাতলা পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরীর সঙ্গে অঞ্চল সভাপতি আব্দুর রাজ্জাকের দ্বন্দ্ব দীর্ঘদিনের। শুক্রবার হাড়োয়া উপ নির্বাচনের প্রচার চলাকালীনই দু’পক্ষের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে আসে। জানা গিয়েছে, দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন চাঁপাতলা পঞ্চায়েতের উপপ্রধান ঘনিষ্ঠ শেখ কামরাজ্জুমান এবং অঞ্চল সভাপতি ঘনিষ্ঠ স্বপন মণ্ডল। জখম দু’জনকেই নিয়ে আসা হয় দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। শেখ কামরাজ্জুমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি বলেন, অঞ্চল সভাপতির লোকেরাই আমাদের মারধর করেছে। আর স্বপন বলেন, পঞ্চায়েতের উপপ্রধানের কয়েকজন ঘনিষ্ট হামলা চালিয়েছেন প্রচার চলাকালীন।
ঘটনাটি নিয়ে পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, কর্মীরা প্রার্থীর পক্ষে ভোটপ্রচার করছিলেন। তখনই দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। আর অঞ্চল সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, গত পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থীকে জেতাতে সাহায্য করেন হুমায়ুন রেজা চৌধুরী। পুরনো আক্রোশের জেরে এদিন হামলা চালানো হয়। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা