কলকাতা

পুজোর ছুটি ঘিরে আশা, নৌকা সাজিয়ে প্রস্তুত ইছামতীর মাঝিরা

সংবাদদাতা, বসিরহাট: শনিবারে থেকেই বেশিরভাগ সরকারি দপ্তরে পুজোর ছুটি পড়ে যাবে। ব্যাগ গুছিয়ে বাঙালি মধ্যবিত্ত বেরিয়ে পড়বে ভ্রমণে। ভিন রাজ্য বা আরও দূরে যাঁরা যাবেন না, তাঁরা কাছেপিঠের পর্যটনস্থলে ঢুঁ মারবেন। ফি-বছর পুজোর ছুটিতে দূরদুরান্তের বহু পর্যটকের আগমন ঘটে উত্তর ২৪ পরগনার টাকিতে। তাঁদের পথ চেয়েই বসে আছেন টাকির ইছামতীর মাঝিরা। তাঁরা জানাচ্ছেন, টাকিতে এসে পর্যটকরা অনেকেই নৌকায় চেপে ঘুরতে যান। অনেকে কিছুটা দূরে মাছরাঙা দ্বীপে ঘুরতে যান নৌকায় চড়ে। এই সূত্রে বছরের এই সময়টায় বাড়তি লক্ষ্মীলাভ হয় নৌকার মাঝিদের। এবারও বহু পর্যটক টাকি আসবেন বলে আশা করছেন তাঁরা। এখন থেকেই তাঁরা পর্যটকদের জন্য নৌকা সাজিয়ে নদীর ঘাটে বেঁধে রেখেছেন। স্বপন প্রামাণিক নামে এক মাঝি বলেন, ‘সারা বছরই এখানে পর্যটকরা আসেন। তবে পুজোর সময় দূরের লোকজন বেশি আসেন। তাই আমরা সারা বছর ধরে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি।’ টাকির পর্যটনস্থলকে আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ করা হয়েছে সম্প্রতি। 
এক পর্যটক বললেন, ‘টাকি খুব শান্ত ও সুন্দর জায়গা। শতাধিক বছরের পুরনো বহু নিদর্শন এখানে ছড়িয়ে রয়েছে। তার সঙ্গে রয়েছে ইছামতী নদীতে নৌকায় ভ্রমণ। এটা অন্যতম আকর্ষণ বলা যেতে পারে এখানকার।’ স্থানীয় বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন,  ‘টাকিতে কেউ এলে মিনি সুন্দরবন, ইছামতী নদী, রাজবাড়ি সহ একাধিক জায়গায় ঘুরতে পারবেন। টাকি পুরসভার সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়ে তুলেছে। আমরা একাধিক জায়গায় বিশ্রামাগার থেকে শুরু করে পর্যটকদের বসার জায়গা করে দিয়েছি। আরও বেশি মানুষ এখানে আসুন এবং তার উপর ভিত্তি করে এলাকার মানুষের আর্থিক উন্নতি হোক—এটাই আমাদের চাওয়া।’ - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের প্রবল যোগ। জরুরি কাজগুলি আগে করুন। সাফল্য পাবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা