কলকাতা

‘অভয়ার ধর্নামঞ্চে সহমর্মী নেতাদেরই উল্টোরূপ দেখেছি সিপিএম জমানায়’, বলছেন জুনিয়র চিকিত্সক অনিকেতদের রাজনৈতিক গুরু

বিশ্বজিৎ দাস, কলকাতা: ‘১৯৯১-৯২। ডিএসও করি। ন্যাশনাল মেডিক্যালে সংগঠনের কর্মসূচি পালনের জন্য গিয়েছি। ঝাঁপিয়ে পড়ল এসএফআই। দোষ, কেন বিরোধী সংগঠন করি। যে-ক’জন ছিলাম, প্রত্যেককে বেদম পেটাল। সিপিএম-পন্থী ডাক্তার সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সেরও (এএইচএসডি) যে রূপ দেখেছি, তা আর ক’জন দেখেছেন, সন্দেহ!’ 
২০০৪-০৫। মাদারিহাট বিপিএইচসিতে কাজ করি। মেডিক্যাল অফিসার থেকে বিএমওএইচ হই। কেন এসইউসি সমর্থিত ডাক্তার সংগঠন করি, শুরু হল ‘থ্রেট’। হাড় হিম করা হুমকি এল, ‘একেবারে টোটোপাড়ায় পাঠিয়ে দেব। দু’টো বিকল্প দিচ্ছি—আলিপুরদুয়ার-১ ব্লক অথবা টোটাপাড়ায় বেছে নিন। বাধ্য হলাম আলিপুরদুয়ার যেতে।’ 
বলছিলেন জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম ‘মুখ’ ডিএসও নেতা ডাঃ অনিকেত মাহাতদের অন্যতম ‘রাজনৈতিক গুরু’ ডাঃ সজল বিশ্বাস। বললেন, ‘ক্ষমতায় নেই বলে এখন দাঁত-নখ সব ঢুকিয়ে রেখেছে। সামান্যতম ক্ষমতা পেলেই ফের ঝাঁপিয়ে পড়বে।’
কিন্তু এঁরাই যে অভয়া ধর্নামঞ্চে আপনার ‘শিষ্যদের’ পিঠে হাত রেখে চোখের জল ফেলেছেন! এসইউসি-পন্থী চিকিৎসক সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরামের রাজ্য সম্পাদক সজলবাবু বলেন, ‘সিপিএম জমানায় বামপন্থী চিকিৎসক সংগঠন এএইচএসডি ‘থ্রেট কালচার’কে সংগঠিত শিল্পকর্মে পরিণত করেছিল। তাঁরাই আবার ‘থ্রেট’-এর বিরুদ্ধে গলা ফাটাচ্ছে!’
অনেকেই বলছেন, থ্রেটের অতলান্তিক সমুদ্রে এই ঘটনা একঘড়া জলও নয়। আজকের গভীর সহানুভূতিশীল বামপন্থী চিকিৎসকদের মনে করাই ডাঃ সুখেন্দু ধীবরের কাহিনি। ২০১০-এ চাঁদা না-দেওয়ায় ও দুর্নীতির প্রতিবাদ করায় ডাঃ ধীরবকে প্রাণে মারার হুমকির অভিযোগ ওঠে এএইচএসডি’র জেলা নেতৃত্বের বিরুদ্ধে। পুরুলিয়ায় তাঁর সরকারি আবাসন দখল করা, বেতন আটকে দেওয়ার মতো চরম অমানবিক ঘটনার অভিযোগও জমা পড়ে স্বাস্থ্য অধিকর্তার টেবিলে। তখন কলকাতায় এনআরএসের সুপার ছিলেন ডাঃ লক্ষ্মীকান্ত ঘোষ। সুপার কেন ফোন ধরেননি, সেজন্য সিপিএম প্রভাবিত চিকিৎসক সংগঠন জুনিয়র ডক্টর্স কাউন্সিলের এক নেতা সোজা তাঁর ঘরে ঢুকে হুমকি দেন, ‘মনে রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্য এখনও মুখ্যমন্ত্রী!’
অনেকে বলছেন, এগুলিও বাম জামানার থ্রেট কালচারের গভীরতর গিরিখাতের নুড়ি-পাথর মাত্র। নিজেদের সংগঠনের অন্যতম শীর্ষ নেতা তথা তৎকালীন স্বাস্থ্য‌ অ঩ধিকর্তা ডাঃ অনিরুদ্ধ করের ঘরে ঢুকে কারা আকছার হুমকি দিতেন? টেবিল চাপড়ে চমকে দিতেন শীর্ষ স্বাস্থ্য প্রশাসককে? এএইচএসডি’র সাধারণ সম্পাদক ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কই, মনে করতে পারছি না আমাদের সংগঠনের বিরুদ্ধে কখনও ‘থ্রেট’ দেওয়ার অভিযোগ উঠেছিল কি না।’ এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সৃজন ভট্টাচার্যের দাবি, ‘অপরাধীরা পিঠ বাঁচাতে অতীতের দিকে নজর ঘোরাতে চাইছেন। কোথাও একটা দু’টো ঘটনা ঘটেনি, বলতে পারি না। কিন্তু তখন শাসক অপরাধীকে বাঁচাতে নেমে পড়ত না।’ 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উকিল ও ডাক্তারদের কর্মব্যস্ততা বাড়বে। পত্নী/পতির স্বাস্থ্য আকস্মিক ভোগাতে পারে। মানসিক অস্থিরভাব।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৭.৬২ টাকা১১১.৪০ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     November,   2024
দিন পঞ্জিকা