কলকাতা

পে লোডারের ধাক্কায় পড়ুয়ার মৃত্যু, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা। পুজোর ঠিক এক সপ্তাহ আগেই দুর্ঘটনায় মৃত্যু হল এক নবম শ্রেণির পড়ুয়ার। আজ, বুধবার সকালে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, এদিন সকালে কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল ওই কিশোর। কিন্তু রাস্তায় একটি পে লোডার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে পিষে দেয়। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। রাস্তার হাল বেহাল এবং তার জেরেই দুর্ঘটনা, এই দাবি তুলে ক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। আর তার ফলেই এই মৃত্যুর ঘটনা ঘটল।
স্থানীয় সূত্রে খবর, সাইকেল নিয়ে ওই পড়ুয়া কোচিং সেন্টারে যাচ্ছিল। পে লোডারটি আসছে দেখে, সে দাঁড়িয়েও যায়। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পে লোডারটি তাঁকে সজোরে ধাক্কা মারে। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের দীনেশ নগর অটো স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিস।
দুর্ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় ওই পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করার পরই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘাতক পে-লোডারটির উপর ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। এমনকী পুলিস ঘটনাস্থলে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওসি-সহ বেশ কয়েকজন পুলিসকে আটকে রাখা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা