কলকাতা

কলকাতা পুরসভায় মজদুরের চাকরির আবেদনে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ হবে প্রায় ১০০ শূন্যপদে। তার জন্য দাবিদার প্রায় আট হাজার! তাও আবার মজদুর পদে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যাঁরা চাকরির আবেদন জানিয়েছেন, তাঁদের তালিকা দেখলে চমকে যাবেন যে কেউ। তাঁদের মধ্যে কেউ অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, কেউ আবার পূর্তদপ্তরের প্রাক্তন কর্মী। 
এবার মজদুর নিয়োগ করতে চলেছে কলকাতা পুরসভা। প্রায় ১০০ জন মজদুর নেওয়া হবে পুরসভার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে। মঙ্গলবার, পুরভবনে এই সংক্রান্ত এক বৈঠকে ঠিক হয়, পুজোর পরেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মারফত সেই নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় আট হাজার আবেদন জমা পড়েছে।
চাকরিপ্রার্থীদের কী ধরনের পরীক্ষা নেওয়া হবে? এক পুর কর্তা বলেন, চাকরিপ্রার্থীদের পুরোটাই হাতেকলমে কাজ করে দেখাতে হবে। বেলচায় ময়লা তোলা থেকে শুরু করে সেগুলি গাড়িতে জমা করা, হ্যান্ড কার্ট অর্থাৎ হাতে টানা ও ব্যাটারিচালিত গাড়ি চালানো, সবটাই দেখা হবে। বছর দুয়েক আগে শেষ বার প্রায় ৭৫০ জন মজদুর নিয়োগ করা হয়েছিল। কিন্তু, চাকরির আবেদনের এবারের তালিকা অবাক করার মতো। ওই পুরকর্তার কথায়, এটা নতুন কিছু নয়। সরকারি নিয়মে অবসরপ্রাপ্ত সেনা জওয়ান, পূর্তদপ্তর বা মন্ত্রকের প্রাক্তন কর্মীর কোটা রয়েছে। স্বাভাবিকভাবেই তাঁরা আবেদন করেছেন। অনেকেই ভাবেন, তাঁদের ডোম, ঝাড়ুদার বা মজদুরের কাজ করতে হবে না। পরে হয়তো সুপারভাইজার পদে বদলি করে দেওয়া হবে। কিন্তু, পুরসভার তরফে তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে কাজের জন্য নিয়োগ হচ্ছে, সেই কাজই করতে হবে।
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা