কলকাতা

আজ দুই জেলায় দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সংবাদদাতা, উলুবেড়িয়া ও নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ মহালয়া। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হাওড়া ও হুগলির শারদোৎসবের কার্যত সূচনা হবে। তিনি উলুবেড়িয়া, বাগনান, আমতা, জয়পুর, রাজাপুর, পেঁড়ো, বাউড়িয়ার ১২টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। প্রশাসন সূত্রে খবর, আজ বিকেলে মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাব এবং উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। এছাড়াও আমতার শান্তিকানন এবং জোৎকল্যাণ বিপ্লবী সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোও উদ্বোধন করবেন। জয়পুরের ধাঁইপুর তরুণ সঙ্ঘ, উদয়নারায়ণপুরের পেঁড়ো নেতাদি সঙ্ঘ, রাজাপুরের নেতাজি সঙ্ঘ ক্লাব, বিনয় বাদল দীনেশ যুব সঙ্ঘ, উত্তর পীরপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাউড়িয়ার রামেশ্বরনগর যুব গোষ্ঠী, বাগনানের খালোড় যুব সঙ্ঘ, বরুন্দা বিবেকানন্দ পল্লি কল্যাণ সমিতির পুজোরও উদ্বোধন করবেন তিনি। প্রশাসন সূত্রে খবর, বুধবার এই ভার্চুয়াল উদ্বোধন পর্বে রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ছাড়াও সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা ওই পুজো মণ্ডপগুলিতে উপস্থিত থাকবেন। এদিকে হুগলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৫টি দুর্গাপুজোর উদ্বোধন করবেন। সমস্ত উদ্বোধন অনুষ্ঠানই ভার্চুয়াল হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার সমস্ত জায়গা থেকে বাছাই করে পুজো মণ্ডপগুলিকে উদ্বোধনের জন্য নির্বাচন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনকে ঘিরে জেলা প্রশাসনের বিশিষ্টরাও মণ্ডপগুলিতে উপস্থিত থাকবেন। এরমধ্যে চণ্ডীতলা-২ ব্লকের নবজাগরণ সঙ্ঘের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ মিতালি বাগ, হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের পুলিস কমিশনার ও গ্রামীণ পুলিস সুপার উপস্থিত থাকবেন। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৯ টাকা৮৪.৮৩ টাকা
পাউন্ড১০৯.৪৭ টাকা১১৩.০৪ টাকা
ইউরো৯১.০৬ টাকা৯৪.২৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা