কলকাতা

শ্রীভূমির ভিড়েও ভিআইপি রোডের ট্রাফিক সচল রাখার নির্দেশ মমতার

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: শ্রীভূমি মানেই জনপ্লাবন। লক্ষ লক্ষ মানুষের স্রোত। সেই ভিড়ে গুরুত্বপূর্ণ ভিআইপি রোডে ট্রাফিক ব্যবস্থা সচল রাখা রীতিমতো চ্যালেঞ্জের হয় পুলিসের কাছে। গতবছর মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ সচল রেখেছিল বিধাননগর কমিশনারেট। কাউকে যানজটে পড়ে নাকাল হতে হয়নি। সেই ব্যবস্থাপনায় খুশি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে, পুজোর আগে মঙ্গলবার শ্রীভূমিতে এসে সে কথা আবার স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। ভিড় হলেও ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা যাতে সচল থাকে, সেই নির্দেশ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ যেন ফ্লাইট মিস না করেন, সে কথাও উল্লেখ করে গিয়েছেন তিনি।
মঙ্গলবার শ্রীভূমি থেকে ‘উৎসব উৎসারিত সূচনা’ করেন মুখ্যমন্ত্রী। এবার শ্রীভূমির থিম তিরুপতির বালাজি মন্দির। সেখানে পুজোর কর্ণধার তথা দমকল মন্ত্রী সুজিত বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ সৌগত রায়, পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী, নির্মল ঘোষ, তাপস চট্টোপাধ্যায়, সুপ্তি পান্ডে সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিন ওই মঞ্চ থেকেই আলিপুরদুয়ারের বীরপাড়া এবং বীরভূমের দুবরাজপুর মিলিয়ে দু’টি দমকল কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যেখানে দমদলের ইঞ্জিন পৌঁছতে পারে না, সেই সমস্ত সংকীর্ণ রাস্তায় যাতে বাইক পৌঁছতে পারে, তার জন্য এদিন ৫০টি নতুন বাইকের যাত্রা সূচনা করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দমকলের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় সহ দপ্তরের অনেকেই উপস্থিত ছিলেন।
ওই মঞ্চ থেকে ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ লক্ষ মানুষ আসেন এই পুজো দেখতে। আমি বলব, ট্রাফিক সিস্টেম যাতে ডিস্টার্বড না হয়, সেটা দেখতে। আগেরবার আপনারা ভালো কেয়ার করেছিলেন। এবারও দয়া করে কেয়ার করবেন। কারণ, এটা এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। অনেক মানুষকে ইমারজেন্সিতে এয়ারপোর্ট যেতে হয়। তাঁরা কেউ যেন ফ্লাইট মিস না করেন, এটা দেখা আমাদের পবিত্র কর্তব্য।
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা