কলকাতা

উদ্ধার করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু পরিবেশকর্মীর

সংবাদদাতা, উলুবেড়িয়া: বিষধর সাপে কামড়ালে দেরি না করে দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে পৌঁছনোর বিধান দিতেন পাঁচলার দেউলপুরের বাসিন্দা, বন্যপ্রাণ উদ্ধারকারী ও পরিবেশকর্মী ইন্দ্রজিৎ আদক (৪৪)। অথচ বিষধর গোখরো সাপ কামড়ানোর পরও প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে না যাওয়ায় মৃত্যু হল তাঁর। স্বাভাবিকভাবে এই ঘটনায় একাধিক প্রশ্ন চিহ্ন সামনে এসেছে। তার উত্তর খুঁজছেন পরিবেশকর্মীরা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ডোমজুড় খসমরা মাঠের ধারে ভলিবল কোর্টের পাশে লাগানো একটি জালে জড়িয়ে যায় একটি বিষধর গোখরো সাপ। এলাকা থেকে খবর পেয়ে সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছন ইন্দ্রজিৎ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ইন্দ্রজিৎ প্রথমে সাপটির ছবি তোলেন। পরে খালি হাতে জাল থেকে সাপটিকে বের করে আনেন। এর মাঝেই গোখরো সাপটি ইন্দ্রজিতের বাম হাতের বুড়ো আঙুলে কামড়ে দেয়। এদিকে সাপে কামড়ানোর পরও ইন্দ্রজিৎ এলাকা ছাড়লেও হাসপাতালে না গিয়ে অন্যত্র চলে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়িও চলে যান। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পরই বন্ধুরা তাঁর বাড়িতে পৌঁছন। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ইন্দ্রজিৎকে ১০ ভাওয়াল এভিএস দেওয়া হয়। কিন্তু এরপরেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাঁকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। যদিও চিকিৎসক ইন্দ্রজিৎকে মৃত বলে ঘোষণা করেন। 
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা