কলকাতা

উলুবেড়িয়া মহকুমার ১২টি পুজোর আজ ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সংবাদদাতা, উলুবেড়িয়া: আজ মহালয়া। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা। আজ, বুধবার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উলুবেড়িয়া মহকুমায় শারদোৎসবের কার্যত সূচনা হবে। তিনি উলুবেড়িয়া, বাগনান, আমতা, জয়পুর, রাজাপুর, পেঁড়ো, বাউড়িয়ার ১২টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। প্রশাসন সূত্রে খবর, আজ বিকেলে মুখ্যমন্ত্রী উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাব এবং উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। এছাড়াও আমতার শান্তিকানন এবং জোৎকল্যাণ বিপ্লবী সঙ্ঘ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোও উদ্বোধন করবেন। জয়পুরের ধাঁইপুর তরুণ সঙ্ঘ, উদয়নারায়ণপুরের পেঁড়ো নেতাদি সঙ্ঘ, রাজাপুরের নেতাজি সঙ্ঘ ক্লাব, বিনয় বাদল দীনেশ যুব সঙ্ঘ, উত্তর পীরপুর মধ্যপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাউড়িয়ার রামেশ্বরনগর যুব গোষ্ঠী, বাগনানের খালোড় যুব সঙ্ঘ, বরুন্দা বিবেকানন্দ পল্লি কল্যাণ সমিতির পুজোরও উদ্বোধন করবেন তিনি। প্রশাসন সূত্রে খবর, বুধবার এই ভার্চুয়াল উদ্বোধন পর্বে রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় ছাড়াও সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও প্রশাসনের আধিকারিকরা ওই পুজো মণ্ডপগুলিতে উপস্থিত থাকবেন। 
এদিকে, মঙ্গলবার দুপুরে দু’-এক পশলা বৃষ্টি শেষ মুহূর্তের মণ্ডপসজ্জায় বাধ সেজেছে। উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের মহিলা পরিচালিত পুজো কমিটির সম্পাদিকা কুহেলি বোস (ঘোষ) বলেন, মণ্ডপসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে। মঙ্গলবার রাতের মধ্যেই সাজসজ্জার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। মাঝে মধ্যে বৃষ্টিই ব্যাঘাত ঘটাচ্ছে। গতবারের মতো এবারও তাদের পুজো মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করবেন শুনে খুশি আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীরা। পুজো কমিটির সম্পাদিকা পুতুল মাইতি বলেন, নিজেদের হাতে তৈরি মণ্ডপ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, এটাই আমাদের বড় পাওনা।
উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপ। -নিজস্ব চিত্র
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা