কলকাতা

মেনুতে কাঁকড়া আছে কি? ট্যুর চূড়ান্ত করার আগে খোঁজ নিচ্ছেন পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কোথাও বেড়াতে যাওয়ার আগে পর্যটকদের অন্তত দু’টি বিষয়ে কৌতূহল থাকে। এক, সেখানে কী ধরনের খাবার পাওয়া যাবে। দুই, দেখার মতো কোন কোন জায়গা আছে, নতুন কোনও ‘স্পট’ তৈরি হয়েছে কি না ইত্যাদি। আসন্ন পুজোর ছুটিতে সুন্দরবনে বেড়াতে যাওয়ার আগেও পর্যটকরা হোটেল ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদের কাছ থেকে এরকম নানা বিষয় জেনে নিচ্ছেন। অনেকের প্রশ্ন, মেনুতে কাঁকড়া থাকবে তো? কেউ কেউ আবার জিজ্ঞাসা করছেন, সুন্দরবনের নতুন কোনও ট্যুরিস্ট স্পট কি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে?
আর মাত্র ১ সপ্তাহ বাকি। তারপরই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান নিয়ে কোমর বাঁধছে ভ্রমণপিপাসু বাঙালি। উত্তরবঙ্গ বা দীঘার পাশাপাশি সুন্দরবনেও শুরু হয়ে গিয়েছে হোটেল বুকিং। কিন্তু এখনও পর্যন্ত বুকিংয়ের হাল খুব একটা সন্তোষজনক নয় বলে জানাচ্ছেন সুন্দরবনের হোটেল ব্যবসায়ীরা। পাখিরালয় হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়দেব খাটুয়া বলেন, ‘পর্যটকদের একটা বড় অংশ পাখিরালয়ের বিভিন্ন হোটেলে ওঠেন। এখানে সব মিলিয়ে ৭০টি হোটেল রয়েছে। ঘর রয়েছে কম বেশি দেড় হাজার। কিন্তু এখনও পর্যন্ত বুকিং হয়েছে মাত্র ৩০ শতাংশ। হাতে এখনও কিছুটা সময় রয়েছে। কিন্তু তার মধ্যে আবার আবহাওয়া নিয়ে আশা-আশঙ্কার দোলাচল চলছে। ফলে শেষ পর্যন্ত কতটা বুকিং হবে, তা নিয়ে সংশয় থাকছেই।’ আরও জানা গিয়েছে, মূলত নবমী ও দশমীতে বেশি বুকিং রয়েছে। বেশিরভাগ পর্যটক দুই রাত তিন দিনের প্যাকেজ নিচ্ছেন। তবে এবার জঙ্গলের প্রবেশমূল্য, গাইডের ফি ইত্যাদি বাড়িয়েছে বনদপ্তর। তাই পর্যটকদের বাড়তি খরচ করেই সুন্দরবন ভ্রমণ করতে হবে। হোটেল ব্যবসায়ীদের মতে, যে প্যাকেজ আগে তিন হাজার টাকায় দেওয়া হতো, সেটাই এখন বেড়ে চার হাজারের কাছাকাছি হয়ে গিয়েছে। বুকিং খুব বেশি হল না কেন? হোটেল ব্যবসায়ীরা বলছেন, এবার চারদিকে একটা অস্থিরতা তো আছেই। আর জি করের ঘটনা নিয়ে আন্দোলন ও প্রতিবাদের মধ্যে বড়সড় বন্যাও হয়েছে রাজ্যের একটা বড় অংশে। তাই এবার আদৌ পুজোর ছুটিতে বেড়াতে যাবেন কি না, সে ব্যাপারে অনেকে হয়তো মনস্থির করতে পারছেন না। এর প্রভাব পড়েছে বুকিংয়ে। 
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা