কলকাতা

বিধাননগর কমিশনারেট: পুজো মণ্ডপে লেজার লাইট, ড্রোন ক্যামেরা রাখা যাবে না

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মণ্ডপে কোনওভাবেই ব্যবহার করা চলবে না লেজার লাইট। ব্যবহার করা যাবে না ড্রোন ক্যামেরাও। সম্প্রতি, পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠকে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিয়েছে বিধাননগর কমিশনারেট। এই কমিশনারেট এলাকায় এবার মোট ৬১৮টি পুজো হচ্ছে। কারণ, এই এলাকাতেই রয়েছে বিমানবন্দর। লেজার লাইট ব্যবহার করলে সমস্যায় পড়েন পাইলটরা। ২০২১ সালে ভিআইপি রোডের ধারে বুর্জ খলিফার থিমে লেজার লাইট ব্যবহার করা হয়েছিল। তা নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল।
দুর্গাপুজো নিয়ে গত ১৯ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করে বিধাননগর কমিশনারেট। সেখানে পুলিসের পক্ষ থেকে পুজোর গাইডলাইন সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। তাতে এই লেজার লাইট ও ড্রোন ক্যামেরা ব্যবহার না করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ১২টি থানা এলাকায় সব মিলিয়ে ৬১৮টি দুর্গাপুজো হয়। তার মধ্যে প্রায় ৯৭টি পুজো বিগ বাজেটের। লেকটাউন ও বাগুইআটি থানা এলাকায় সবচেয়ে বেশি পুজো হয়।পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে বিশাল পুলিস বাহিনী মোতায়েন থাকে। তার পাশাপাশি পুজোর উদ্যোক্তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। তাঁরা যেন অবশ্যই ভিড় নিয়ন্ত্রণে প্রশিক্ষিত হন। বিগ বাজেটের পুজোয় কোনও সেলিব্রিটি এলে ন্যূনতম তিনদিন আগে তা পুলিসকে জানাতে বলা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে বলা হয়েছে। 
মণ্ডপের পথে উমা। ধর্মতলায় অনিন্দ্য পালচৌধুরীর তোলা ছবি।
8d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা