কলকাতা

পুজোর মুখে কলকাতা পুলিসের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর মরশুমে কলকাতা পুলিসের আওতাভুক্ত এলাকায় অবাঞ্ছিত জমায়েত করা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। ওই নির্দেশিকায় বলা হয়েছে, আগামী দু’মাসের জন্য জারি থাকবে বিএনএসএস-এর ১৬৩ ধারা (পূর্বতন ১৪৪ ধারা)। শহরের বিশেষ বিশেষ জায়গাগুলিতে মিছিল, ধরনা, রাজনৈতিক সভা তো বটেই, কোনও কারণেই জমায়েত করা যাবে না। এবার এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। ২৫ সেপ্টেম্বর ওই বিজ্ঞপ্তি জারি করেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। বুধবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কলকাতার সিপি। এই বৈঠকে নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হয়। এরপরই ওই বিজ্ঞপ্তি জারি করা হয়। ধর্মতলা এলাকার বউবাজার স্ট্রিট, হেয়ার স্ট্রিটের মতো এলাকায় রাজনৈতিক মিটিং, মিছিল সবই দু’মাসের জন্য বাতিল থাকবে। শহরের একটা বড় অংশে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না বলেও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।
বৃহস্পতিবার এর বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। বিষয়টি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রশ্ন তোলা হয়, তাহলে কি পুজোর সময় কেউ জোট বেঁধে বেড়াতে যাবে না? দূর-দূরান্ত থেকে মানুষজন যে কলকাতায় পুজো দেখতে আসেন, তাঁরাই বা কী করবেন, যদি জমায়েত নিষিদ্ধ হয়? আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। এদিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, জুনিয়র ডাক্তার, আন্দোলনকারী, বামেদের পুলিস ভয় পেয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আমরা হাইকোর্টে গিয়েছি। মানবাধিকার সংগঠন এপিডিআরও কলকাতা পুলিসের এই বিজ্ঞপ্তির বিরোধিতায় সরব হয়েছে। লালবাজার সূত্রে খবর, এই অর্ডার নতুন নয়। যে এলাকার কথা অর্ডারে উল্লেখ করা হয়েছে, তা আগেও ছিল। অর্ডারটি রিনিউ করা হল।
13h 13m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা