কলকাতা

পুজোর আগে বউবাজার, শিয়ালদহের অলিগলি মোড়া হচ্ছে সিসি ক্যামেরায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়ার্ডের মধ্যে রয়েছে কলকাতার অন্যতম বড় পাইকারি বাজার কোলে মার্কেট, একাধিক স্কুল এবং নামী কলেজ। নিয়মিত বাইরের বহু লোকের যাতায়াত। এমন স্পর্শকাতর ওয়ার্ডে নাগরিক নিরাপত্তায় নেওয়া হল বিশেষ পদক্ষেপ। স্থানীয় কাউন্সিলারের উদ্যোগে গোটা ওয়ার্ডের অলিগলি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। শিয়ালদহ, বউবাজারের ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দার পুজোর আগেই এই ‘উপহার’ পেতে চলেছেন। 
বৈঠকখানা মার্কেট, কোলে মার্কেট, এ পি সি রোড, স্কট লেন, অখিল মিস্ত্রি লেন, রাজচন্দ্র সেন লেন, রজনী গুপ্ত রো, কমল রায়চৌধুরী লেন, জয়নারায়ণ চন্দ্র লেন, নাপিত পাড়া, ডি এম রো, কে এম এম রো, লাট্টুপাড়া, নূর মহম্মদ লেন এবং বি বি গাঙ্গুলি স্ট্রিটের একাংশে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। বৈঠকখানা মার্কেটের দোকানদার অবিনাশ দত্তের কথায়, নিয়মিত বাইরে থেকে বহু মানুষ আসেন। এই অঞ্চলের সুরেন্দ্রনাথ, বঙ্গবাসীর মতো কলেজ রয়েছে। কে কোন মতলবে ঘুরছে, তা আমাদের কাছে অজানা। বহু পড়ুয়া আসেন। সকলেরই সুরক্ষার প্রয়োজন। এমন উদ্যোগকে স্বাগত।
স্থানীয় বাসিন্দা পুস্পিতা রায় বলেন, সম্প্রতি শহরে আর জি করের মতো ঘটনা ঘটেছে। আমাদের ওয়ার্ড পুরনো কলকাতার সাবেকি অঞ্চল। বহু অলিগলি রয়েছে। এমনি এলাকায় কোনও সমস্যা নেই। তবুও, সিসি ক্যামেরা বসলে নিরাপত্তা আরও সুনিশ্চিত হয়। মহিলা হিসেবে আশ্বস্ত হতে পারি।সাংসদ তহবিলের অর্থে ১৩০টি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে বিভিন্ন পোস্টে। স্থানীয় ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায় বলেন, ওয়ার্ডে নাগরিকের পাশাপাশি যাঁরা নিয়মতি এখানে যাতায়াত করেন, তাঁদের সকলের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মূল রাস্তায় সিসি ক্যামেরা রয়েছে। এবার গোটা ওয়ার্ড সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। পুজোর আগেই এগুলি চালু হয়ে যাবে। এটা পুজোর উপহার। স্থানীয় থানায় কানেকশন থাকবে। পুলিসই ক্যামেরাগুলি মনিটরিং করবে।  নিজস্ব চিত্র
16h 16m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা