কলকাতা

‘মিটিং-মিছিল আজই সেরে ফেলুন, শনি-রবি বাদ দিন’, ব্যবসা বাঁচাতে কাতর আবেদন দোকানিদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্মতলায় দুপুর গড়িয়ে নামছে বিকেল। এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে আর মিছিল মুখর পরিবেশ। হাওড়া, শিয়ালদহ, পার্ক স্ট্রিট থেকে মিছিল আসছে ধর্মতলায়। ‘খালি আড়াইশো! খালি আড়াইশো’র নিরীহ হাঁকডাককে রীতিমতো চোখ রাঙাচ্ছে ‘জাস্টিস’-এর স্লোগান। তার মধ্যেই পুজোর দিন দশেক আগের বৃষ্টিবিঘ্নিত বাজার চলছে। নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, ‘আজ তো এমনিতেই বৃষ্টির জন্য বাজার খারাপ। তার উপর মিটিং মিছিল চলছে।’ পাশাপাশি ব্যবসায়ীদের আর্জি, ‘দয়া করে শনি-রবিবার মিটিং-মিছিল করবেন না। পুজোর আগে ওই দিনগুলোই আমাদের ভরসা।’
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। অনবরত বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টিতে শহরের বাইরে থেকে খুব কম মানুষই বাজার করতে এসেছিলেন। নিউ মার্কেটের হকাররা একবার জামা-কাপড় নিয়ে রাস্তায় বসছেন, আবার বৃষ্টি এলেই গুটিয়ে নিচ্ছেন। এই অবস্থায় কী আর ব্যবসা চালানো যায়! জামা-কাপড়ের এক ব্যবসায়ী রনি বলছিলেন, ‘এরকম আবহাওয়া ব্যবসা করা যায় না। এমনিতেই দীর্ঘ আন্দোলনে আমাদের পেটে লাথি পড়ে গিয়েছে, তার উপর আবার বৃষ্টি। সাঁড়াশি আক্রমণে আমরা দিশাহারা।’ গত সপ্তাহ থেকে একটু একটু করে বাজারটা ঘুরে দাঁড়াচ্ছিল। আন্দোলনের রেশ একটু কমলেও বৃষ্টি আবার ঝামেলা শুরু করছে। তাও নিউ মার্কেট, গড়িয়াহাট কিংবা হাতিবাগান একেবারে ফাঁকা ছিল না। মানুষের সমাগম হয়েছিল ঠিকই, কিন্তু পুজোর বাজারের মেজাজ ছিল না। 
নিউ মার্কেটের বস্ত্র ব্যবসায়ী পারভেজ আলমের কথায়, ‘দেখতেই তো পাচ্ছেন, লোক কম। চিত্কার করে করে ডাকতে হচ্ছে। পুজোর কয়েকদিন আগে এত কম লোক থাকে কখনও? এত বৃষ্টির মধ্যে কে আসবে বলুন।’ বৃষ্টি মাথায় নিয়ে সপরিবারে বাজার করতে এসেছিলেন উত্তরপাড়ার তাপস হালদার। এক হাতে সন্তান আর অন্য হাতে ছাতা, ব্যাগ সামলাতে সামলাতে বলছিলেন, ‘কেনাকাটি হয়ে গিয়েছে। এবার হাওড়ায় যাব ট্রেন ধরতে। বৃষ্টিতে মনের মতো কেনাকাটি করা গেল না। কী আর করা যাবে!’
নিউ মার্কেটেরই যেন অ্যাকশন রিপ্লে দেখা গেল গড়িয়াহাটে। ঘ্যানঘ্যানে বৃষ্টির মধ্যে সন্ধ্যার চেনা ভিড় নেই দক্ষিণ কলকাতার এই হটস্পটে। ব্যবসায়ীদের বক্তব্য একটাই, ‘কাল-পরশুর মধ্যে বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠলে ভালো। শনি-রবিবারে কিছু ব্যবসা করা যাবে। তবে শুধু বৃষ্টি থামলে তো হবে না। মিটিং-মিছিলও যেন না থাকে, সেটাও আমাদের প্রার্থনা। দু’টোই একসঙ্গে চললে আমাদের ফের ব্যবসা ঘেঁটে ঘ!’ 
বৃষ্টি মাথায় কেনাকাটা। নিউ মার্কেটে তোলা নিজস্ব চিত্র।
16h 16m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার মেয়াদি সঞ্চয়সহ একাধিক ক্ষেত্র থেকে অর্থাগম যোগ। ব্যবসায় কেনাবেচা বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৮৬ টাকা১১৩.৪৫ টাকা
ইউরো৯১.৬৭ টাকা৯৪.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা