কলকাতা

তারকেশ্বরে শ্রাবণী সংগ্রহশালা, জানা যাবে মন্দির-ভারমল্ল রাজার ইতিহাস
 

সংবাদদাতা তারকেশ্বর: ১৯ আগস্ট রাখি পূর্ণিমা। সেদিন পর্যন্ত চলবে শ্রাবণী মেলা। এবার এই মেলার বিশেষ আকর্ষণ, তারকেশ্বর মন্দিরের ইতিহাস ও  তারকনাথের ছবি নিয়ে সংগ্রহশালা। প্রতিবছরই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন তারকেশ্বরে। মন্দিরে জল ঢালেন। এ বছর রাজ্য সরকারের উদ্যোগে তারকেশ্বরের দুধপুকুরের পশ্চিম পাড়ে শ্রাবণী মেলা সংগ্রহশালা খুলল। শনিবার তার উদ্বোধন হয়। ওদিন চন্দননগরে ছিল গঙ্গা আরতি। সংগ্রহশালার পর্দায় সেদিন আরতি দর্শন করেন পুণ্যার্থীরা। এই প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রশাসনের।
সংগ্রহশালা থেকে তারকেশ্বরের ইতিহাস তুলে ধরা হয়েছে। বেশ কিছু ছবি প্রদর্শিত আছে। আজকের হুগলি জেলাকে প্রাচীনকালে বলা হতো দক্ষিণ রাঢ় অঞ্চল। সে সময় সিংহপুর রাজ্যের অন্তর্গত ছিল তারকেশ্বর। সংগ্রহশালায় তুলে ধরা হয়েছে রাজা ভারমল্ল ও মুকুন্দ ঘোষের কথা। ১৮৭৭ খ্রীস্টাব্দে রচিত ‘তারকমঙ্গল’ কাব্য থেকে জানা যায়, রামনগরের রাজা ভারমল্ল এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। শিব শিলা মাটির তলা থেকে বের করে আনতে খোঁড়াখুঁড়ির ফলে একটি সরোবরের সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে সেটির নাম হয় দুধপুকুর। এইসব তথ্য জানা যাবে সংগ্রহশালায় গেলে। হুগলির জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ প্রমুখ পরিদর্শন করেন সংগ্রহশালার। তারকেশ্বর উন্নয়ন পরিষদের সভাপতি রামেন্দুসিংহ রায় জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের মেলার মতই তারকেশ্বর মেলাকে গুরুত্ব দিয়ে পুণ্যার্থীদের সুবিধার্থে সবরকম আয়োজন করেছেন। সংগ্রহশালা ও গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। এই ধরনের উদ্যোগ এই প্রথম।’
29d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা