কলকাতা

ভারী বৃষ্টির পরেই ভাঙন, নতুন করে সান্যালচরের ১৫ বিঘা জমি নদীগর্ভে

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণী বিধানসভা এলাকার সান্যালচরে সারা বছরই কমবেশি নদী ভাঙন লেগে থাকে। বসতবাড়ি থেকে চাষের জমি, মন্দির, স্কুল সব কিছুই তলিয়ে গিয়েছে নদীর জলে। বিগত দিন কয়েকের ভারী বৃষ্টির পরেই নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে সেখানে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দু’-একদিনের ভাঙনে ভাগীরথী নদীর প্রায় সাড়ে তিন কিলোমিটার পাড়ের প্রায় ১৫ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এর বেশিরভাগটাই কৃষিজমি। সেখানে কলাবাগান, ভেন্ডি, পাটচাষ সহ বহু ফসল ছিল। সবই নদীতে বিলীন হয়ে যায়। ভাঙন হচ্ছে মূলত কল্যাণী ব্লকের চাঁদুরিয়া-২ পঞ্চায়েতের হরিতলা মন্দির থেকে মালোপাড়া ঘাট পর্যন্ত। ওই এলাকায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ ফেরিঘাট, যা নদীর দু’পাড়ের দুই জেলার ব‍্যবসা-বাণিজ‍্য সহ স্কুল-কলেজকে জুড়ে রেখেছে। সেই ফেরিঘাটও ভাঙনের কবলে। ফলে নিত‍্য যাতায়াত করা মানুষ চিন্তায়। ভাঙনের পর সেচদপ্তর থেকে এলাকা পরিদর্শন করা হয়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাঙন রোধে এখনও পর্যন্ত কোনও কাজ করা হয়নি। এই নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন তাঁরা।
এই বিষয়ে স্থানীয় বিশ্বাসপাড়ার এক কৃষক দীপক ভৌমিক বলেন, একের পর এক কৃষিজমি তলিয়ে যাচ্ছে। ঋণের বোঝা নিয়ে চাষ করার পর সেই জমি যদি নদীর ভাঙনে তলিয়ে যায়, তবে আমরা কোথায় যাব। ঋণ মেটাবো কীভাবে? আর নিজে পরিবার নিয়ে বাঁচবই বা কীভাবে? আরেক কৃষক রমেন বিশ্বাস বলেন, রীতিমতো খাজনা দেওয়া জমি ভাঙনে তলিয়ে যাচ্ছে। আর নদীর অন্যদিকে চর জাগছে। কিন্তু সেই চরের জমিতে চাষের সুযোগ আমরা পাচ্ছি না। অথচ রেলের হকার, বা ফুটপাতের হকারদের উচ্ছেদ করা হলে, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। সরকারের আমাদের বিষয়টি দেখা উচিত। এই বিষয়ে নদীয়া জেলার এক আধিকারিক বলেন, ওই এলাকাগুলির ভাঙন সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা