কলকাতা

জোরকদমে পুজোর প্রস্তুতি কুমোরটুলিতে। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

বাস বন্ধ রেখে সম্মেলনে পরিবহণ কর্মীরা

সংবাদদাতা, কল্যাণী: বাসমালিক, কর্মচারী, শ্রমিকদের সম্মেলন থাকায় চাকদহ বাস স্ট্যান্ডে রবিবার সকাল থেকে বন্ধ থাকল সমস্ত বাস চলাচল। এতে তীব্র সমস্যায় পড়ল সাধারণ মানুষ। এই বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটে প্রায় ৭৬টি বাস চলাচল করে। তৃণমূল কংগ্রেস অনুমোদিত জাতীয়তাবাদী চাকদহ বাস সমিতি ইউনিয়নের পঞ্চম বর্ষের সম্মেলন ছিল এদিন। বাস স্ট্যান্ডেই আয়োজন করা হয়েছিল এই সম্মেলনের। এদিন সকলে বাস বন্ধ রেখে সেই সংগঠনে মালিক, কর্মচারী, শ্রমিক মিলিয়ে ২৮০ জন অংশ নেন। ফলে স্ট্যান্ডে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল সব বাস। যাত্রীরা এসে বাস পাননি। ফলে অতিরিক্ত টাকা খরচ করে দূরের ক্ষেত্রে ট্রেকার বা অটো আর কাছাকাছি হলে ভ্যান বা টোটো ভাড়া করতে বাধ্য হন। ব্যান্ডেল থেকে আসা এক যাত্রী অসীম ব্যাপারি বলেন, আমি বনগাঁ যাওয়ার জন্য ট্রেনে করে স্টেশন নেমে বাসস্ট্যান্ডে আসি। জানতাম না এদিন বাস বন্ধ থাকবে। পরে অটো করে মাথাপিছু ১০০ টাকা ভাড়া দিয়ে পরিবার নিয়ে গন্তব্যে যাই। অন্য আরেক যাত্রী সুচেতা দাস বলেন, আমি জানতাম না এদিন বাস বন্ধ থাকবে। এখানে এসে জানতে পারি, সব বাস বন্ধ রয়েছে। এই বিষয়ে সংগঠনের সম্পাদক নিরঞ্জন শিকদার বলেন, আমরা ১৫ দিন আগে থেকে মাইকিং এবং বাস সহ এলাকায় পোস্টার দিয়ে সম্মেলনের কথা জানিয়েছি। ছুটি বলে রবিবার বেছে নেওয়া হয়েছিল। যাত্রীদের সুরক্ষার বিষয়েও এই সম্মেলনে আলোচনা হয়েছে। তবুও দুর্ভোগের জন্য আমরা যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বহু প্রচেষ্টার পর আটকে থাকা কাজের জটিলতা মুক্তি। কৃষিজ পণ্যের ব্যবসায় বিশেষ উন্নতি। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৭.৭৯ টাকা১১১.৩৩ টাকা
ইউরো৯০.৯৫ টাকা৯৪.১৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা