কলকাতা

আন্তর্জাতিক পাচার চক্রের হদিশ, মোবাইল চুরির কিনারা, ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, বারাসত: কয়েকদিন আগে কদম্বগাছিতে একটি মোবাইল দোকানে লক্ষাধিক টাকার মোবাইল চুরি হয়। সেই ঘটনার তদন্তে নেমে আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের হদিস পেল পুলিস। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে। ধৃতদের নাম আলমগির ওস্তাগির, মীর হোসেন ও আজহার মোল্লা। ধৃত আজহারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকায় এবং বাকি দু’জনের বাড়ি হাসনাবাদে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ২৯ জুলাই কদম্বগাছিতে একটি দোকানে শাটার কেটে ১৮টি মোবাইল চুরি হয়। তদন্তে নেমে সূত্র মারফত খবর পেয়ে কাজিপাড়ার একটি ভাড়াবাড়ি থেকে আজহার ও আলমগিরকে গ্রেপ্তার করা হয়। জেরায় ধৃতরা চুরির কথা স্বীকার করার পাশাপাশি বাংলাদেশে মোবাইল পাচারের কথা জানায়। তাদের থেকে হাসনাবাদের বাসিন্দা ‘লিঙ্কম্যান’ মীর হোসেনের নাম জানতে পারে পুলিস। এরপর মীরকে গ্রেপ্তার করে বাংলাদেশের সীমান্ত স্বরূপনগরের বিথারি থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়। শনিবার সাংবাদিক সম্মেলন করে বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা অনন্ত বলেন, ধৃতদের বিরুদ্ধে বসিরহাট পুলিস জেলার একাধিক থানায় অভিযোগ রয়েছে। তারা যেখানে বাড়ি ভাড়া নিত, সেখানকার চার-পাঁচটি মোবাইল দোকানে চুরি করত। আর সেই চুরি করা মোবাইল বাংলাদেশে পাচার করত। তবে এখানে একটি দোকানে চুরির করার পরেই তাদের গ্রেপ্তার করা হল। তিনি আরও বলেন, কাজিপাড়ার বাড়ির মালিক ধৃত দু’জনের দেওয়া তথ্য যাচাই না করেই ভাড়া দিয়েছিলেন। সব ক্ষেত্রেই মালিকদের উচিত, উপযুক্ত নথি যাচাই করে তবে বাড়ি ভাড়া দেওয়া।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা