কলকাতা

কুমোরটুলিতে কড়াকড়ি, মহালয়ার দিন ছবি তুলতে পারবেন না ‘শখের ফটোগ্রাফার’রা

সুকান্ত বসু, কলকাতা: মহালয়ার দিন শখের চিত্রগ্রাহকদের (ফটোগ্রাফার) কুমোরটুলিতে ছবি তোলা নিষিদ্ধ। কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে। গত বছর মহালয়ার দিন ছবি-ভিডিও তোলার জন্য তুমুল ভিড় হয়েছিল কুমোরটুলিতে। অবস্থা এমন হয় যে, পুলিসকে হস্তক্ষেপ করতে হয়। সমিতির বক্তব্য, গত বছরের অবস্থা থেকে শিক্ষা নিয়ে এবার মহালয়ার দিন শখের ফটোগ্রাফারদের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পটুয়াপাড়ায় সমিতির অফিস সহ সর্বত্র তা ছড়িয়ে দেওয়া হয়েছে। 
প্রসঙ্গত ফটো তোলার জন্য কুমোরটুলিতে ৫০ ও ১০০ টাকার টিকিট রয়েছে। ৫০ টাকার টিকিট একদিনের জন্য। আর ১০০ টাকার টিকিটের মেয়াদ তিন মাস। তবে এবছর মহালয়ার দিন কোনও টিকিটই গ্রাহ্য হবে না। সমিতির এক সদস্য বলেন, ‘গত বছর মহালয়ায় পরিস্থিতি এমন হয়েছিল যে মুখে বলে বা মাইকিং করেও কোনও কাজ হয়নি। শেষপর্যন্ত পুলিস ডেকে পরিস্থিতি সামলাতে হয়েছিল। তাই এবছর যাতে ওরকম অবস্থার তৈরি না হয়, তার জন্য আগাম সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’ সমিতির অবশ্য বক্তব্য, ‘সংবাদমাধ্যমকে এ বিষয়ে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে।’ মৃৎশিল্পী তপন পাল, স্বপন পাল, নিমাই পালদের বক্তব্য‌, ‘সংস্কার মেনে মহালয়ায় বহু শিল্পীর ঘরে দুর্গার চক্ষুদান হয়। পুজোর কর্মকর্তারাও চান, তাঁদের উপস্থিতিতে চক্ষুদান হোক। সেই বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ফটোগ্রাফাররা বিভিন্ন স্টুডিওতে ভিড় করেন।’ শিল্পী চায়না পাল, জবা পালের কথায়,‘মহালয়ায় কয়েকটি পুজো কমিটি ঠাকুর নিয়ে যায়। ফলে এমনিতেই ব্যস্ততা থাকে। তাও শখের ফটোগ্রাফাররা বিভিন্ন শিল্পীর ঘরে ঢুকে ফটো তোলার জন্য আবদার করেন। তা সামলাতে সমস্যায় পড়তে হয়।’ শিল্পীদের অনেকের বক্তব্য, শখের ছবি তোলা দিন দিন বাড়ছে। মহালয়ার দিনের সিদ্ধান্তের জন্য আমরা খুশি। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা