কলকাতা

উত্তরভাগ খালের টইটম্বুর অবস্থা চারটি ওয়ার্ডের জল নামতে দেরি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শুক্রবার সন্ধ্যা ও রাতের প্রবল বৃষ্টিতে রাজপুর সোনারপুর পুরসভায় একাধিক ওয়ার্ডে জল জমে গিয়েছে। কিছু ওয়ার্ডে জল অনেকটা নামলেও, চারটি এমন ওয়ার্ড রয়েছে যেখানে জল সহজে নামছে না। কারণ এই ওয়ার্ডগুলির জল উত্তরভাগ খাল দিয়ে পিয়ালি নদীতে যাওয়ার কথা। কিন্তু সেই খালের টইটম্বুর অবস্থা। তাই জল নামতে চাইছে না। সেই খাল দিয়ে জল নামাতে ১৬টি পাম্প বসানো হয়েছে বলে জানা গিয়েছে। পুরসভা সূত্রে খবর, ১৪, ১৫, ২১ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে চলছে এই জলযন্ত্রণা। বাকি ওয়ার্ডের জল এই অঞ্চল দিয়েই উত্তরভাগ খালে গিয়ে পড়ে। ফলে বাকি ওয়ার্ডে পাম্প বসিয়ে জল নামানো গেলেও এই চারটি ওয়ার্ড নিয়ে সমস্যায় পড়েছে পুরসভা। চেয়ারম্যান পল্লব দাস বলেন, এই চারটি ওয়ার্ডে পাম্প বসালে জমা জল সেখানেই ঘুরপাক খাবে। যতক্ষণ না উত্তরভাগ খালে জল নামছে, ততক্ষণ এখানে জল দাঁড়িয়ে থাকবে। এদিকে খালের জন্য ১৬টি ছাড়াও শনিবার সকাল থেকে পুরসভার ওয়ার্ডগুলির জন্য আরও ২২টি পাম্প চালানো হয়। পুরসভার আশা, আর যদি ভারী বৃষ্টি না হয়, তাহলে রাতের মধ্য জল নেমে যাবে। এদিকে, এদিন উত্তরভাগ পাম্পিং স্টেশন পরিদর্শনে যান বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ও দপ্তরের আধিকারিকরা। বৃষ্টির অতিরিক্ত জল যাতে দ্রুত উওরভাগ পাম্প হাউসের মাধ্যমে পাস করিয়ে দেওয়া যায়, সেজন্য দপ্তরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়ক বলেন, এই খাল দিয়ে রাজপুর সোনারপুর শুধু নয়, বারুইপুর ব্লকের চম্পাহাটি, সাউথ গড়িয়া, বেগমপুর, মল্লিকপুর, মদারাট, রামনগর ১, ২ পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা এবং ক্যানিং ব্লকের নারায়ণপুর, পিয়ালি, গৌড়দহ, লক্ষ্মীনারায়ণপুর, ঘুটিয়ারি শরিফের কিছু এলাকার জল পাস হয়। তাই বাড়তি পাম্প বসিয়ে জল নামাতে বলা হয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা