কলকাতা

চলন্ত বাইকে ভেঙে পড়ল গাছের ডাল, মৃত্যু মহিলার

সংবাদদাতা, কল্যাণী: গাছের ডাল ভেঙে চলন্ত বাইকের উপর পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে, গয়েশপুর পুরসভার এনএসএস রোডে। মৃতার নাম রামপেয়ারি কেয়াত (৪৯)। তাঁর বাড়ি কল্যাণী শহরের মাঝেরচর এলাকায়। তিনি কল্যাণী মেইন স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে পেয়ারা বিক্রি করতেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী অন্য এক পেয়ারা ব্যবসায়ীর বাইকের পিছনে বসে এদিন সকালের দিকে গয়েশপুর থেকে পেয়ারা কিনে ফিরছিলেন ওই মহিলা। তখন তুমুল বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করেই ওই রাস্তার ধারে থাকা টিবি হাসপাতালের পাঁচিলের ভিতরের একটি মৃত গাছের ডাল ভেঙে পড়ে তাঁদের চলন্ত বাইকের উপরে। ডালটি পড়ে মহিলার ঘাড়ের উপরেই। বাইক নিয়ে রাস্তায় পড়ে যান দু’জনেই। ঘটনায় গুরুতর জখম অবস্থায় দু’জনকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মহিলার। গুরুত্বপূর্ণ ওই রাস্তা দিয়ে রোজ স্কুলের শিশু থেকে অ্যাম্বুলেন্স সহ প্রচুর মানুষ যাতায়াত করে। সেই রাস্তার উপরে এমন ঘটনা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এলাকাবাসীরা উদাসীনতার অভিযোগ তুলেছেন প্রশাসনের বিরুদ্ধে।
কল্যাণী স্টেশনের হকার ইউনিয়নের পক্ষ থেকে বিকাশচন্দ্র দাস বলেন, ওই মহিলা অত্যন্ত গরিব। তাদের পরিবারের বড় ক্ষতি হয়ে গেল। এই ঘটনায় আরও অনেকের ক্ষতি হতে পারতো। এই বিষয়ে গয়েশপুর পুরসভার চেয়ারম্যান সুকান্ত চট্টোপাধ্যায় বলেন, মর্মান্তিক ঘটনা। তবে গাছটা আমাদের পুরসভা এলাকায় নয়। আমরা সাবধানতা অবলম্বন করতে বিপজ্জনক গাছের ডাল ছাঁটার কাজ শুরু করেছি। অন্যদিকে, কল্যাণীর মহকুমা শাসক অভিজিৎ সামন্ত বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা। বিষয়টি নিয়ে খোঁজ নেব।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা