কলকাতা

দুর্বল বেলঘরিয়া রেল ওভারব্রিজে মেরামতি নিষিদ্ধ করা হল ভারী যান চলাচল 

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত হয়। উত্তর শহরতলির বেলঘরিয়া রেল ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষাও করেছে রেলের অধীনস্থ সংস্থা রাইটস। পরীক্ষায় দেখা গিয়েছে, রেললাইনের উপরের অংশে ত্রুটি আছে। ব্রিজের অবস্থা ভালো নয়। রেল উপরের অংশে কাজ করবে। রাজ্যের পূর্তদপ্তর বাকি অংশের কাজ করবে। সেই কারণে ওই গুরুত্বপূর্ণ ব্রিজে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ১০ চাকার গাড়ি চলবে না। ৩.১ মিটার উচ্চতার হাইট বার বসানোর কাজও শুরু হয়েছে। ব্রিজ পুরো মেরামত করার পর ফের উড়ালপুলে যান চলাচলের অনুমতি দেওয়া হবে বলে পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে। 
জানা গিয়েছে, ৪০০ মিটার দৈর্ঘের উড়ালপুলে রেলের অংশে ১৪ ও ২৮ মিটারের দুটি স্প্যান আছে। তা মেরামতের কাজ করবে রেল। বাকি অ্যাপ্রোচ রোডের দায়িত্ব পূর্তদপ্তরের। সেখানেও মেরামতি করার দরকার। রেলের কাজ রেল করবে। পুরো মেরামতের কাজ হবে পুজোর পরে। তাই বর্তমানে যাতে বড় দুর্ঘটনা না ঘটে তার জন্য ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর জন্য ব্রিজে ওঠার মুখে, মুড়াগাছা মোড়, বিরাটি, বি টি রোডের মুখে যশোর রোড, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করা  হয়েছে। 
বেলঘরিয়া স্টেশনের উপরের এই ব্রিজটি ১৯৯১-’৯২ সালে তৈরি হয়েছিল। এর নীচে অনেক দোকান রয়েছে। ২০১ সহ বিভিন্ন রুটের বাস চলে। শনিবার দুপুরে দেখা গিয়েছে, ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার ব্যানার লাগিয়েছে পুলিস। রণদীপ কুণ্ডু নামে স্থানীয় এক ব্যবসাদার বলেন, ব্রিজ দ্রুত মেরামত করার দরকার। বড় গাড়ি গেলে রীতিমতো কাঁপে ব্রিজ। স্থানীয় অটোচালক, গাড়িচালকদেরও একই বক্তব্য।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

তীর্থভ্রমণ ও দেবদর্শনে আত্মিক শান্তি। প্রেম-প্রণয়ে বিয়োগ যোগ। কর্মে কমবেশি উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা