কলকাতা

পাচারের আগেই নাবালিকা  উদ্ধার, ধৃত অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকাকে ফুটপাত থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে পাচারের আগেই গ্রেপ্তার যুবক। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। রবীন্দ্র সরোবর থানা এলাকার যতীন দাস রোডে এই ঘটনা ঘটেছে। কোথায় ওই নাবালিকাকে পাচারের ছক ছিল, তা তাকে জেরা করে জানার চেষ্টা চলছে। ধৃতের সঙ্গে পাচার চক্রের যোগ রয়েছে বলে জানা যাচ্ছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা যতীন দাস রোডের ফুটপাতে থাকত। কিছুদিন আগে অভিযুক্ত যুবক তার কাছে এসে ভাব জমায়। কিশোরীকে স্বপ্ন দেখায়, তাকে বিয়ে করে ভিন রাজ্যে নিয়ে গিয়ে বড় ফ্ল্যাটে রাখবে। কিশোরী তাকে ভরসা করতে শুরু করলে ২০ জুলাই তাকে ফুসলিয়ে নিয়ে চলে যায়। কিশোরীর বাবা-মা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ করেন। অপহরণ সহ একাধিক ধারায় কেস রুজু হয়।
তদন্তে নেমে পুলিস নাবালিকার বাবা-মার সঙ্গে কথা বলে জানতে পারে, ওই যুবক স্থানীয় একটি পেট্রল পাম্পে কাজ করে। সেখানে গিয়ে পুলিস জানতে পারে, তার আসল নাম জয় হালদার। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পিয়ালিতে। সিসি ক্যামেরার ফুটেজে তাকে দেখা গেলেও সেই ছবি এতটাই অস্পষ্ট ছিল যে, মুখ বোঝা যায়নি। জোগাড় করা হয় তার মোবাইল নম্বর। জানা যায়, ওই কিশোরীকে পিয়ালিতে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখেছে সে। সেখানে হানা দিয়ে পুলিস ওই কিশোরীকে উদ্ধার করলেও অভিযুক্তকে পাওয়া যায়নি। সোর্সকে কাজে লাগিয়ে পুলিস বৃহস্পতিবার অপহরণকারীর ডেরায় গিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত জেরায় জানিয়েছে, ফুটপাতবাসী কিশোরীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করাই তার লক্ষ্য থাকত। এরপর তাদের বিক্রি করে দিত ভিন রাজ্যে। এই কিশোরীকেও বিক্রি করার ফন্দি ছিল তার। কতগুলি মেয়ে সে পাচার করেছে, তা জানার চেষ্টা হচ্ছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা