কলকাতা

কয়েক কোটি টাকার এমডিএমএ ট্যাবলেট পাচারের মূল চক্রী ধৃত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্প্রতি নেদারল্যান্ড থেকে কয়েক কোটি টাকার এমডিএমএ ট্যাবলেট পার্সেলে করে এসেছিল কলকাতার কিরণশঙ্কর রায় রোডের একটি ডাকঘরে। সেই পার্সেলের গায়ে প্রাপকের নাম ছিল। তা দেখে এনসিবির গোয়েন্দারা মণিপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে এল এক মহিলা মাদক পাচারকারীকে। শুক্রবার ধৃতকে কলকাতার নগর দায়রার ‘বিশেষ’ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ৯ আগস্ট পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেন। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার কৌঁসুলি আল্পনা ভৌমিক জানান, প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই মাদক পাচারের পিছনে রয়েছে একটি বড়সড় চক্র। বিপুল টাকার মাদক কলকাতার ওই ডাকঘর থেকে মণিপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু ডাকঘর কর্তৃপক্ষের পার্সেল দেখে সন্দেহ হয়। তারা বিষয়টি এনসিবি কর্তৃপক্ষকে জানায়। গোয়েন্দারা ওই পার্সেল খুলে দেখেন, সেখানে রয়েছে বিপুল টাকার এমডিএমএ ট্যাবলেট। এরপরই মাদক আইনে মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে এনসিবি। মহিলা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। সরকারি কৌঁসুলি জানান, এই কারবারে যুক্ত অভিযোগে এর আগে আরও এক মহিলা মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে জেল হেফাজতে আছে। বাজেয়াপ্ত হওয়া ওই ট্যাবলেটের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার হেস্টিংস থানা এলাকায় একটি গাড়ি থেকে বাজেয়াপ্ত হয় প্রায় ১২৫ কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয় মহম্মদ ইরফান আলম নামে এক ব্যক্তিকে। তার বাড়ি মন্দিরবাজার থানা এলাকায়। গাঁজার বস্তা গাড়ির সিটের নিচে লুকনো ছিল। শুক্রবার ধৃতকে কলকাতার বিচারভবনের বিশেষ আদালতে হাজির করানো হয়। 
বিচারক তাকে ৯ আগস্ট পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু জানান, পুলিসি জেরায় পাচারকারী জানায়, ওই গাঁজা সে রিসিভারের মাধ্যমে পাচার করতে যাচ্ছিল।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা