কলকাতা

দক্ষিণেশ্বরের গেস্ট হাউস থেকে গ্রেপ্তার বিহারের ২ সশস্ত্র দুষ্কৃতী

নিজস্ব প্রতিনিধি, বরানগর: দক্ষিণেশ্বর থানা এলাকার একটি গেস্ট হাউস থেকে বৃহস্পতিবার বিহারের সশস্ত্র দুই দুষ্কৃতীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের নাম সুমন কুমার ও অমিত কুমার। বাড়ি  বিহারের বৈশালি। তারা সুবোধ গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে পুলিসের কাছে। ধৃতদের কাছ থেকে দু’টি ওয়ান শর্টার পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। শুক্রবার ধৃতদের বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিস তাদের ১৪ দিনের হেফাজতে চাইলেও বিচারক পাঁচ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিস নিশ্চিত, ধৃতরা বারাকপুরে অপরাধ ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিল।
বারাকপুর শিল্পাঞ্চলে ব্যবসায়ীর উপর গুলি চালানো ও হুমকি ফোনের ঘটনায় সুবোধ সিংয়ের নাম জড়িয়েছিল। সেই মামলায় বারাকপুরের পুলিস হেফাজত শেষ করে জেলেই রয়েছে সুবোধ। এমন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় এই দু’জনকে গ্রেপ্তার করা হয়। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণেশ্বর মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে গেস্ট হাউসে এই দুই দুষ্কৃতীরা উঠেছিল। সন্ধ্যার পরই তাদের গেস্ট হাউস ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই দক্ষিণেশ্বর থানা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্ধ্যা নাগাদ তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জেরায় ধৃতরা নিজেদের ‘সুবোধ গ্যাংয়ের’ সদস্য বলে দাবি করেছে। তবে ধৃতরা সত্যিই সুবোধ টিমের সদস্য, নাকি পুলিসকে ভুল পথে চালিত করতে এমন বয়ান দিচ্ছে তা তদন্তকারীরা খতিয়ে দেখছে। ইতিমধ্যে ঘটনার তদন্তভার দক্ষিণেশ্বর থানার হাত থেকে নিয়ে গোয়েন্দা বিভাগের হাতে স্থানান্তর করা হয়েছে।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা