কলকাতা

চাকদহে রাস্তার জলেই ঘুরছে মাছ, জাল নিয়ে  পথে নেমেছেন বাসিন্দারা

সংবাদদাতা, কল্যাণী: রাস্তা না পুকুর। দূর থেকে দেখে বোঝার উপায় নেই। কাছে গেলে দেখা যাবে, দস্তুরমতো পিচের রাস্তা। কিন্তু তিরতির করে জল বইছে। আর মাছ সাঁতার কাটছে। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে একটি পুঁটি ধরে ভারী আনন্দ পেলেন এক বাসিন্দা। অন্যান্যরা মশারি দিয়ে জাল বানিয়ে নেমে পড়েছেন রাস্তায়। দেদার চলেছে মাছ শিকার। চাকদহে এ দৃশ্য মনে করিয়ে দিচ্ছে কলকাতার পাশের উপনগরী নিউটাউনকে। সেখানেও কয়েকবছর আগে বৃষ্টির জলে ভেসে গিয়েছিল রাস্তা। আর মাছ সাঁতার কেটেছে। অভিজাত উপনগরীর বাসিন্দারা আনন্দ করে তা ধরেওছিলেন। 
এখন টানা বৃষ্টিতে জলমগ্ন চাকদহ শহর ও ব্লকের বিভিন্ন রাস্তা। রাজপথ থেকে শুরু করে জল থইথই বিভিন্ন অলিগলিও। চাকদহের ১৯ নম্বর ওয়ার্ডের দু’নম্বর রাধাকৃষ্ণ কলোনি এলাকাতে রাস্তায় ঘুরছে মাছ। শহরের বাস স্ট্যান্ড থেকে জাতীয় সড়ক যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক জলমগ্ন। সেই রাস্তার মাঝে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে। চাকদহ ব্লকের তাতলা দু’নম্বর পঞ্চায়েত এলাকায় থাকা ওই রাজ্য সড়কের উপর থাকা একটি সিনেমা হলের কাছ থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তায় জল জমে রয়েছে। এই রাস্তা দিয়ে বিভিন্ন রুটের প্রায় ৭৫টি বাস চলাচল করে। এছাড়াও চলে টোটো, অটো, ভ্যান। নিত্যদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। অসংখ্য দোকান ও বাড়ি রয়েছে এই রাস্তায়। জমা জল বাড়িতে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। চিন্ময় রায় নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, জল জমে বিপজ্জনক অবস্থা। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সবাইকে। প্রতিবছর বৃষ্টি হলেই এই রাস্তায় সমস্যা তৈরি হয়। কেউ এর সমাধান করছে না।’ চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোককুমার মণ্ডল বলেন, ‘ওই রাস্তার ধারে নর্দমায় প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা জমে থাকায় জল বের হতে সমস্যা হচ্ছে। জল নিকাশির জন্য একটি মেশিন কেনা হচ্ছে। সেটি আসার পর আশা করা যায় সমস্যা মিটবে।’ 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা