কলকাতা

দক্ষিণ ২৪ পরগনা জেলায় একদিনে ১০৫ মিমি বৃষ্টিপাত, ভালো ফলনের আশায় কৃষকরা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০৫.০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হলেও চাষবাসের ক্ষেত্রে এর কোনও ক্ষতিকর প্রভাব পড়বে না বলেই দাবি সাধারণ কৃষক থেকে জেলার কৃষি আধিকারিকদের। তাঁদের বক্তব্য, গোটা জুলাই মাসে সেভাবে বৃষ্টিপাত হয়নি। ঘূর্ণাবর্তের জেরে একদিনে যা বৃষ্টি হয়েছে, তা ধান ও সব্জি চাষের জন্য যথেষ্ট অনুকূল। ভালো ফলনের আশা করা হচ্ছে। রাজ্যের অন্যান্য কয়েকটি জেলায় যখন ভারী বৃষ্টিতে চিন্তা বাড়লেও দক্ষিণ ২৪ পরগনায় উদ্বেগের কোনও কারণ নেই বলে মনে করছেন তাঁরা। জুলাই মাসে জেলায় বৃষ্টির ঘাটতি ছিল ১৪ শতাংশ। এই একদিনের বৃষ্টিতে সেই ঘাটতি অনেকটাই পুষিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। জুলাই মাসে কম বৃষ্টির কারণে বীজতলা তৈরির কাজ ধীর গতিতে হয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত গোটা জেলায় ৫০ শতাংশ মতো জমিতে রোপণের কাজ হয়েছে। এই বৃষ্টির পর বীজতলা বসানোর কাজে আরও গতি আসবে বলে দাবি আধিকারিকদের। জেলার অনেক ব্লকে অবশ্য ইতিমধ্যে ধান রোপণের কাজ শেষ। সেই গাছের গোড়া এতদিনে মজবুত হয়ে যাওয়ায় কিছুটা জল দাঁড়ালেও কোনও ক্ষতির আশঙ্কা নেই বলে জানাচ্ছেন কৃষকরাই। সব্জির ভালো ফলনের জন্য এই বৃষ্টি দরকার ছিল বলে তাঁরা জানিয়েছেন। জেলার অন্যতম সব্জি ভাণ্ডার হিসেবে পরিচিত ভাঙড়ে কোনও চাষের জমিতে জল জমে থাকার খবর নেই। বরং সেখানকার কৃষকরা এই বৃষ্টিপাতে খুশি বলেই জানা গিয়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা