কলকাতা

কালীনগরে রাস্তা সংস্কার শুরু

সংবাদদাতা, উলুবেড়িয়া : উলুবেড়িয়া এক নম্বর ব্লকের কালীনগর চৌরাস্তা থেকে বহিরা বটতলা পর্যন্ত যাওয়ার রাস্তা বেহাল হয়ে পড়েছিল। প্রায় ১০০ মিটার এই রাস্তাটি বৃষ্টির ফলে জল কাদায় চলাচলের অযোগ্য হয়ে ছিল। সমস্যায় পড়েছিল মানুষ। নাজেহাল হতে হচ্ছিল স্কুলের ছাত্র-ছাত্রীদের। দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছিলেন বাসিন্দারা। গত সপ্তাহে বর্তমান সংবাদপত্রে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। তারপর শুক্রবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হল। প্রাথমিকভাবে ভাঙা ইটের টুকরো ফেলে কাজ শুরু হয়েছে। কালীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ দেরাসাদ হোসেন জানান, মাটির নীচ দিয়ে জলের পাইপ লাইন যাওয়ায় বিভিন্ন জায়গার রাস্তা খারাপ হয়েছিল। বৃষ্টির ফলে মেরামত করা যাচ্ছিল না। বৃষ্টি কমার পর কাজ শুরু হয়েছে। রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ায় খুশি মানুষ। তাদের বক্তব্য, বেহাল রাস্তা দিয়ে গাড়ি যাওয়া দূরে থাক হেঁটে যেতেও সমস্যা হচ্ছিল। এবার কাজ শুরু হওয়ায় সমস্যা মিটবে। 
বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের জন্য কাজ হয়েছিল উলুবেড়িয়ায়। কালীনগর চৌরাস্তা থেকে বহিরার বড় আমশা কাশমূল গ্রামে যাওয়ার রাস্তার পাশ দিয়ে জলের পাইপ পাতার ফলে অবস্থা বেহাল হয়ে পড়েছিল। বিশেষ করে কালীনগর গ্রাম পঞ্চায়েতের কালীনগর চৌরাস্তা থেকে বহিরা বটতলা পর্যন্ত এবং বহিরা গ্রাম পঞ্চায়েতের কাছে দাসপাড়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। দূর্ভোগে পড়তে হচ্ছিল সবাইকে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা