কলকাতা

প্রবল বর্ষণে দেবীপুরে রেললাইনে ধস, আতঙ্ক হাওড়া-বর্ধমান শাখায়

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রবল বৃষ্টির দাপটে হুগলির চন্দননগর ও চুঁচুড়া স্টেশনের মাঝে দেবীপুরে রেললাইনের ধারে ধস নামল। ঘটনার জেরে শুক্রবার সাতসকালে তীব্র আতঙ্ক ছড়ায়। হাওড়া শাখার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি যাচাই করে ওই এলাকা দিয়ে ট্রেন চলাচল বন্ধ না করা হলেও গতি কমিয়ে দেওয়া হয়েছে। হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান শাখার ৩ নম্বর লাইনের ধারে ওই ধস নেমেছে। এদিন সকালে পরিস্থিতির কারণে দুন এক্সপ্রেসকে দীর্ঘসময় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। জানা গিয়েছে, অনেকটা এলাকা রাস্তার পাশের নয়ানজুলিতে ধসে গিয়েছে। উপড়ে পড়েছে গাছও। 
এদিকে, ধসের ঘটনা নিয়ে স্থানীয় পঞ্চায়েতের ঘাড়ে দায় চাপিয়েছেন এলাকা পরিদর্শনে আসা রেলের অফিসাররা। তাঁদের অভিযোগ, অপরিকল্পিতভাবে রেল লাইনের ধারে নিকাশি নালা তৈরির কারণেই ওই ধস নেমেছে। যদিও পাল্টা অভিযোগ করেছে চুঁচুড়ার কোদালিয়া-১ পঞ্চায়েত কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রেললাইন বা স্টেশন সংলগ্ন এলাকায় কাজ করার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের কোনও সহযোগিতা মেলে না। পাশাপাশি, এদিনই বর্ষার কারণে রেল ও পঞ্চায়েতের বিরোধের ঘটনা ঘটেছে পাণ্ডুয়াতে। পাণ্ডুয়া স্টেশনের নিকাশি সমস্যার কারণে স্টেশন থেকে জল উপচে স্থানীয় দু’টি পাড়ায় ঢুকে পড়েছে। ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা এদিন পাণ্ডুয়া স্টেশনে বিক্ষোভ দেখান। দীর্ঘসময় বিক্ষোভ চলার পরে পরিস্থিতি সামাল দিতে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয়।
বৃষ্টি ও জমা জল নিয়ে শুধু রেল স্টেশন বা রেললাইনে সমস্যা হয়েছে তাই নয়, গোটা হুগলি জেলার নানা প্রান্তে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হুগলির চন্দননগর পুরসভা থেকে পাণ্ডুয়ার গ্রামীণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাণ্ডুয়ার ইলছোবা দাসপুর পঞ্চায়েতের বেহুল নদী লাগোয়া এলাকা প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় মুগফটকি গ্রামের কয়েকটি কাঁচা বাড়িও ভেঙে পড়েছে। দুর্গতদের উদ্ধার করে স্থানীয় স্কুলে রেখেছে প্রশাসন। বৈঁচি, মণ্ডলাই, জামগ্রামের মতো বর্ধিষ্ণু এলাকাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বেহুল নদী সংস্কারের অভাবে মজে গিয়েছে। তাতেই অতিবৃষ্টির জেরে সমস্যা তৈরি হয়েছে।
চন্দননগর শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। চন্দননগর স্টেশনের কাছে হাঁটুজল জমে যাওয়ায় যাতায়াতে সমস্যা বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার নবগ্রাম পুরশ্রী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ২৪ ঘণ্টা ধরে জল নামছেই না চন্দননগরের ২২ নম্বর ওয়ার্ডে। ১ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর, ডুপ্লেক্স পট্টি সহ বড় এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। ডানকুনি পুরসভা ও চুঁচুড়া পুরসভা কিছু এলাকাতেও জমা জলে জনজীবন সমস্যায় পড়েছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা