কলকাতা

সুবোধের কণ্ঠস্বর পরীক্ষার অনুমতি কোর্টের

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গ্যাংস্টার সুবোধ সিংয়ের কণ্ঠস্বর পরীক্ষার অনুমতি দিল বারাকপুর আদালত। ৬ আগস্ট, মঙ্গলবার বারাকপুর আদালতে কণ্ঠস্বর পরীক্ষা হবে। পুলিস হেফাজত শেষে শুক্রবার তাকে বারাকপুর আদালতে তোলা হয়েছিল। তবে আদালতে কর্মবিরতি চলায় তার আইনজীবী কমলজিৎ সিং শুনানিতে অংশ নিতে পারেননি। পুলিসের তরফে সুবোধের কণ্ঠস্বর পরীক্ষার আবেদন মঞ্জুর করেন বিচারক।  
বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘণ্টাখানেক পরে হুমকি ফোনও আসে। পুলিস সূত্রে দাবি, জেরায় ওই হুমকি ফোনের কথা স্বীকার করেছে সুবোধ। তাই তদন্তের স্বার্থে সুবোধের কণ্ঠস্বর পরীক্ষার আবেদন জানায় পুলিস। একই মামলায় সুবোধের সঙ্গী রোশন যাদবেরও আগামী ৬ আগস্ট কণ্ঠস্বর পরীক্ষার অনুমতি দিয়েছে আদালত। তাদের কণ্ঠস্বরের সঙ্গে সেদিনের হুমকি ফোনের কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। 
এদিন কড়া পুলিসি নিরাপত্তায় হেলমেট পরা অবস্থায় সুবোধ সিংকে আদালতে তোলা হয়েছিল। ব্যবসায়ী অজয় মণ্ডল, তাপস ভগতকে হুমকি ফোনের প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসি মুখে সুবোধ সিংয়ের জবাব, সব ফালতু কথা। কনভয় করে তাকে বারাকপুর জেলে পৌঁছে দেওয়া হয়। এতদিন ওই জেলে ছিল মণীশ শুক্লা খুনে অভিযুক্ত অনিশ ঠাকুর, সুজিত রাই, সুবোধ রায়রা। তাদের বারুইপুর এবং প্রেসিডেন্সি বদলি করে দেওয়া হয়েছে। এদিকে, গত মঙ্গলবার থেকে এসিজেএমের এজলাসে চলা কর্মবিরতি শুক্রবারও অব্যাহত ছিল। দুপুরে বারাকপুর বার অ্যাসোসিয়েশন পরবর্তী সিদ্ধান্ত ঠিক করতে বৈঠকে বসলেও সমাধান সূত্র বেরয়নি। আজ শনিবার দুপুরে ফের বার অ্যাসোসিয়েশন বৈঠকে বসবে। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা