কলকাতা

‘ঘরের ছাদ ভেঙে পড়েছে..., দাদা আমাকে বাঁচা’, বাগুইআটির ধ্বংসস্তূপ থেকে ফোন, মৃত ভাই

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিপদ আঁচ করেই শুরু হয়েছিল নতুন ঘর খোঁজা। মা ও দাদা তার জন্যই বাইরে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টা নাগাদ তাঁরা যখন ফিরছিলেন, ফোনে ভেসে আসে ভাইয়ের আর্তনাদ। ‘মাথার উপর ছাদ ভেঙে পড়েছে, দাদা আমাকে বাঁচা...!’ মাকে নিয়ে পড়িমরি করে ঘরে ফেরেন যুবক। ততক্ষণে এসে পড়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রাণপণে ভগ্নস্তূপ সরাতে সরাতে অসহায় আশ্বাস দিচ্ছিলেন যুবক, ‘ভাই আর একটু অপেক্ষা কর, আমরা তোর কাছাকাছি এসে গিয়েছি।’ প্রায় সাড়ে ছ’ঘণ্টা পর অচেতন অবস্থায় ভাইকে উদ্ধার করে নিয়ে ছুটে গিয়েছিলেন আর জি কর হাসপাতালে। না, কোনও ‘মিরাকল’ ঘটেনি! চিকিৎসকরা জানিয়ে দেন ধ্রুবজ্যোতি মণ্ডল (১৮) মৃত। বাগুইআটির নজরুল পার্ক বাণী বটতলায় বাগজোলা খাল লাগোয়া রাস্তায় ধ্রুবজ্যোতিদের তিনতলা বাড়ি। সেখানেই এই দুর্ঘটনা। 
স্থানীয় হিন্দু বিদ্যাপীঠ থেকে এবারই উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন ধ্রুবজ্যোতি। পড়াশোনার জন্য কয়েকদিন পরই তাঁর বেঙ্গালুরু রওনা হওয়ার কথা ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর বাবা নির্মল মণ্ডল বাম জমানায় কৃষ্ণপুর-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। এছাড়া কেরোসিনের ডিলারশিপ ছিল তাঁর। বছর পাঁচেক আগে তিনি মারা যান। ডিলারশিপও বন্ধ হয়ে যায়। মৃত তরুণের বড় দাদা কৌশিক পুরুলিয়ায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বাণী বটতলার বাড়িতে ধ্রুব ছাড়াও তাঁর মেজদা কিশোর মণ্ডল এবং মা প্রতিমা মণ্ডল থাকতেন। বাড়িটি আগে থেকেই বিপজ্জনক অবস্থায় ছিল। সারা বাড়িতে ফাটল। বৃষ্টি হলে জল থইথই অবস্থা। উল্লেখযোগ্য বিষয় হল, বাড়িটি তৈরি করা হয়েছিল অদ্ভুতভাবে। তিনতলা বাড়ির সবক’টি ছাদই তৈরি করা হয়েছিল বাঁশের চটি ও তাল কাঠের বাটাম দিয়ে। স্টোনচিপসের বদলে ব্যবহার করা হয় ইটের খোয়া। বিপদ আঁচ করে ভাড়াবাড়িতে উঠে যাওয়ার পরিকল্পনা করে মণ্ডল পরিবার। বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশিকবাবু ও প্রতিমাদেবী সেই ভাড়াঘরই দেখতে গিয়েছিলেন। মা অনেকবার যেতে বললেও ধ্রুব যাননি। তিনি একতলার ঘরে টিভি দেখছিলেন। 
রাত ৯টা ৪৫মিনিট নাগাদ তিনতলার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তে দোতলা ও একতলার ছাদও ধসে পড়ে। ভগ্নস্তূপের তলায় চাপা পড়েন ধ্রুব। ওই অবস্থায় দাদাকে ফোন করে বাঁচার আর্তি জানান। বৃষ্টির জন্য উদ্ধারকাজ ব্যাহত হয়। শেষ পর্যন্ত বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা দেওয়াল কেটে ভোর ৪টে নাগাদ অচেতন অবস্থায় ধ্রুবকে উদ্ধার করেন। বারবার মূর্ছা যাচ্ছিলেন প্রতিমাদেবী। বলছিলেন, ‘ভগবান আর একটা দিন সময় দিল না! আমরা তো চলেই যেতাম।’ কিশোরবাবু বলেন, ‘চোখের সামনে ভাই মারা গেল। বাঁচাতে পারলাম না।’ স্থানীয় কাউন্সিলার ইন্দ্রনাথ বাগুই বলেন, ‘মর্মান্তিক ঘটনা।’ 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৪ টাকা৮৪.৮৮ টাকা
পাউন্ড১০৮.২৩ টাকা১১১.৭৮ টাকা
ইউরো৯১.১৫ টাকা৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা