বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রেলের নিত্য ভোগান্তিতে নাজেহাল আম জনতা, যাত্রী সুরক্ষার দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একের পর এক রেল দুর্ঘটনা। তার জেরে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। সুরক্ষা বৃদ্ধির দাবিতে বিক্ষোভেও সামিল যাত্রীরা। 
বুধবারের পর বৃহস্পতিবারও ডায়মন্ডহারবারে হল রেল অবরোধ। তবে আধ ঘণ্টার মধ্যে সে অবরোধ তুলে দেয় আরপিএফ এবং জিআরপি। রেলে যাত্রী সুরক্ষা বৃদ্ধির দাবিতে এদিন অবরোধ করে যাত্রীদের একাংশ। অবরোধ বেশিক্ষণ না চলায় ট্রেন চলাচলের উপর খুব একটা প্রভাব পড়েনি। একটি লোকাল ট্রেন ছাড়তে শুধু দেরি হয় বলে জানা গিয়েছে। 
এদিন সকাল ১০টা আট মিনিট নাগাদ শিয়ালদহগামী ডায়মন্ডহারবার লোকাল ছাড়ার আগের মুহূর্তে একদল যাত্রী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। তখন বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই শুরু হয় তাঁদের বিক্ষোভ কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, চারিদিকে রেল দুর্ঘটনা ঘটছে। যাত্রী সুরক্ষা পড়েছে প্রশ্নের মুখে। এই বিষয়টি গুরুত্ব সহকারে রেলের দেখা উচিত। অবরোধ সরাতে ঘটনাস্থলে আসে রেল পুলিস। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শুরু করে। তার কিছুক্ষণ পর বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া সম্ভব হয়। ১০টা ৩৮ মিনিট নাগাদ অবরোধ উঠে গেলে, শুরু হয় ট্রেন চলাচল। যদিও অন্যান্য ট্রেন আসা যাওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। রেল বিবৃতি দিয়ে জানিয়েছে, জনা পঞ্চাশেক মানুষ শিয়ালদহগামী ডায়মন্ডহারবার লোকাল আটকে বিক্ষোভ দেখিয়েছেন। এর ফলে বাকি যাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ইচ্ছাকৃতভাবে সংগঠিত অবরোধ আন্দোলন কোনওভাবেই কাম্য নয়। তাই আগামী দিনে এই ধরনের কর্মসূচি থেকে যাতে বিরত থাকেন, সেই আর্জি জানানো হয়েছে। প্রতিদিন ট্রেন দেরিতে চলছে বলে বুধবার ভোর থেকে সাড়ে পাঁচ ঘণ্টা রেল অবরোধ করেছিলেন যাত্রীদের একটি অংশ। তারপর রেল সময় মেনে ট্রেন চালানোর আশ্বাস দেয়। এদিন ভোরবেলা যেসব ট্রেন ছিল সবই নির্ধারিত সময়েই ছেড়েছে। কোনও সমস্যা হয়নি। নিজস্ব চিত্র
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা