বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পুলিসকে কব্জায় এনে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপের চেষ্টা, অভিযোগ সরকারের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ন্যায় সংহিতা আইন সংক্রান্ত বিষয়ে আলোচনায় তৃণমূল ও বিজেপির মধ্যে বিধানসভায় বাগ্‌যুদ্ধ বেধে গেল। শাসক দলের অভিযোগ, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। সেখানে হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। পাল্টা বিজেপির বক্তব্য, দেশের স্বার্থে কেন্দ্রের পদক্ষেপ বাস্তবসম্মত। 
বুধবার বিধানসভার অধিবেশনে ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে একটি প্রস্তাব আনেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নির্মল ঘোষ ও অশোক দেব। যেখানে চন্দ্রিমা জানান, ১ জুলাই থেকে এই আইন কার্যকর হয়েছে। তার বিরুদ্ধেই এই প্রস্তাব আনা হয়েছে। এরপরই মন্ত্রী জানান, ইন্ডিয়ান পেনাল কোড ছিল। সেখানে ইন্ডিয়ান শব্দটিকে তুলে দেওয়া হয়েছে। এর পিছনে বিজেপির অন্য উদ্দেশ্য আছে বলে মনে হয়। কারণ সংসদে ১৪৭ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, তাঁদের বলার সুযোগ দেওয়া হয়নি। বাংলা সহ তিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে। ল’ কমিশনের কাছেও বিল পাঠায়নি কেন্দ্র। চন্দ্রিমা অভিযোগ করেছেন, এই আইনের মধ্য দিয়ে পুলিসকে নিজেদের কব্জায় নিয়ে রাজ্যের এক্তিয়ারে হাত দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
তবে কেন্দ্রের আইন নিয়ে বিধানসভায় কেন আলোচনা করা হচ্ছে, সেই প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর বক্তব্য, কেন্দ্রকে ছোট করার চেষ্টা করছে রাজ্য। পাল্টা তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার বলেন, ব্যক্তি অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। তাই কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে ড্রাম বাজাতে হচ্ছে। দরকার হলে আবারও করতে হবে। আর সেই পদক্ষেপটা হল বিধানসভায় প্রস্তাব এনে আলোচনা শুরু করে। প্রশাসনিক সূত্রে খবর, মানুষের স্বার্থ সবার আগে। তাই এই আইন সংক্রান্ত রিভিউ কমিটি সব বিষয় খতিয়ে দেখছে। প্রয়োজনে আইনের ধারায় সংশোধন আনা হবে।  
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির স্বাস্থ্য সমস্যায় বিশেষ সতর্কতা প্রয়োজন। পেশাদারি কাজকর্মে হঠাৎ বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৬ টাকা৮৭.৬০ টাকা
পাউন্ড১০৭.৩১ টাকা১১১.০৭ টাকা
ইউরো৮৯.৩৪ টাকা৯২.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা