বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নয়া আলো লাগাতে নগরোন্নয়ন দপ্তরে ৩ কোটির প্রকল্প দিল পানিহাটি পুরসভা

নিজস্ব প্রতিনিধি, বরানগর: সন্ধ্যা নামলেই পানিহাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা অন্ধকারে ডুবে যাচ্ছে। কারণ পথবাতির বাল্ব চুরি গিয়েছে। এছাড়া দুষ্কৃতীরা বিভিন্ন রাস্তার তামার তারও চুরি করছে। ফলে বাল্ব থাকলেও আলো জ্বলছে না অনেক জায়গায়। বাধ্য হয়ে এনিয়ে থানায় যেতে চলেছে পানিহাটি পুরসভা। এছাড়া, নতুন বাল্ব কেনার জন্য নগরোন্নয়ন দপ্তরে তিন কোটি টাকার ডিপিআর জমা দিয়েছে তারা। পুরসভা জানিয়েছে, নগরোন্নয়ন দপ্তর প্রকল্প অনুমোদন করলে শহরে আলোর সমস্যার অনেকটাই সমাধান হবে।
চলতি বছরের প্রথম থেকেই পানিহাটি পুরসভায় বিভিন্ন রকম সমস্যা চলছে। জঞ্জাল, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা নিয়েই মূল সমস্যা। এনিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পানিহাটিতে এসে বৈঠকও করে গিয়েছেন। পাশাপাশি পুরসভায় ইঞ্জিনিয়ারের অভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে শহরের বিভিন্ন রাস্তার পথবাতি খারাপ হয়ে থাকলেও তা মেরামত করা যাচ্ছে না। নতুন এলইডি আলোও লাগানো যাচ্ছিল না। এই পরিস্থিতিতে মন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে নগরোন্নয়ন দপ্তর। শহরের ৩৫টি ওয়ার্ডে কী পরিমাণ আলো লাগবে, তার ডিপিআর তৈরি করে পুরসভাকে তারা জমা দিতে বলেছে। সেই অনুসারে গত সপ্তাহে প্রায় তিন কোটি টাকার ডিপিআর জমাও দেওয়া হয়েছে। তার মধ্যে বিভিন্ন ওয়াটের এলইডি লাইট সহ নানান সামগ্রী রয়েছে। 
কিন্তু এই পরিস্থিতিতে গোদের উপর বিষফোঁড়ার মতো দেখা দিয়েছে তার চুরির সমস্যা। বিভিন্ন রাস্তায় পাতা তামার তার দুষ্কৃতীরা কেটে নিয়ে পালাচ্ছে। কিছু জায়গায় আবার পরপর চারবার তার কেটে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। সোদপুর ফ্লাইওভারের পথবাতিতে পুরসভা তেরঙ্গা এলইডি বাল্ব লাগিয়েছিল। চোরেরা তার চুরির পাশাপাশি লাইট অপারেটিং লোহার বক্সও খুলে নিয়ে গিয়েছে। বিটি রোডের দু’দিকে লাগানো পথবাতির তার আট থেকে নয় ফুট উঁচুতে রয়েছে। আগরপাড়ার তেঁতুলতলা মোড় থেকে কামারহাটি পর্যন্ত এলাকায় ওই মোটা তার বেশ কয়েকবার কেটে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। পরপর তার চুরির ঘটনায় বিপাকে পড়েছে পুরসভা। পুরসভার আধিকারিকদের অনুমান, নেশাগ্রস্তরা নেশার টাকা জোগাড়ের জন্য এই কাজ করছে।
পুরসভার বিদ্যুৎ দপ্তরের সিআইসি তাপস দে বলেন, নগরোন্নয়ন দপ্তরে প্রায় তিন কোরি টাকার ডিপিআর তৈরি করে জমা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত এই কাজ শুরু হবে। কিন্তু তার চুরির সমস্যায় আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। নতুন তার লাগানোর দু’চার দিন পরই ফের তা চুরি হয়ে যাচ্ছে। ফলে বিস্তীর্ণ এলাকা অন্ধকার থাকছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মৌখিকভাবে পুলিসকে একাধিকবার জানানো হয়েছে। এবার লিখিতভাবে জানানো হবে।
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারওর চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ততার যোগ। কর্মক্ষেত্রে কাজের চাপ কাটিয়ে উঠতে সমর্থ হবেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা