বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

জিএসটির পরেও একাধিক কর চালু, বাজেটে পদক্ষেপের আর্জি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জিএসটি চালু হওয়ার সময় কেন্দ্রীয় সরকারের দাবি ছিল, একটিমাত্র পরোক্ষ কর ব্যবস্থা চালু হওয়ার সুবিধা পাবেন ব্যবসায়ীরা। তাঁদের হরেক নামের আলাদা আলাদা ট্যাক্স মেটাতে হবে না। কিন্তু তারপরও কেন একাধিক কর ব্যবস্থা চালু আছে, এবার সেই প্রশ্ন তুললেন ব্যবসায়ীরা। আগামীকাল মঙ্গলবার (২৩ জুলাই) কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। সেখানে যাতে সেই করের ভার লাঘব করা হয়, তার আর্জি জানালেন তাঁরা। কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশসের প্রেসিডেন্ট সুশীল পোদ্দার বলেন, জিএসটি চালু হওয়ার পরও প্রফেশনাল ট্যাক্স, মান্ডি ট্যাক্সের মতো কর ব্যবস্থা চালু আছে। যেখানে সুপ্রিম কোর্ট নিজেই জানিয়েছে, ব্যবসা কখনও পেশা নয়, সেখানে কেন আমাদের প্রফেশনাল ট্যাক্স দিতে হবে? আমরা চাই এবারের বাজেটে ব্যবসায়ীদের জন্য এই কর ব্যবস্থা তুলে দেওয়া হোক। 
সুশীলবাবুর কথায়, বর্তমানে যে কর ব্যবস্থা চালু আছে, তার জটিলতার কারণে নানা সমস্যার মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। তার সুযোগ নিয়ে দুর্নীতির জায়গাও তৈরি হয়। সরকারের উচিত—একটি কমিশন তৈরি করা, যেখানে কর সংক্রান্ত আইনগুলি নিয়ে পর্যালোচনা করা হবে। সেখানে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের পাশাপাশি ব্যবসায়ীদেরও রাখার দাবি জানাচ্ছি আমরা। অন্যদিকে, প্রশাসনিক জটিলতা কমিয়ে ব্যবসার পথ সরল করার বিষয়ে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আনা এবং কর্পোরেট সংস্থার অসুবিধার কথাই সবচেয়ে বেশি বিবেচনা করা হয়। সরকার যদি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও সমান গুরুত্ব দিয়ে ‘ইজ অব ডুইং বিজেনস’-এর উপর গুরুত্ব দেয়, তাহলে আরও বেশি পরিমাণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া সম্ভব। সুশীলবাবুদের আরও দাবি, জিএসটির আওতায় ব্যবসাকে না আনার সীমা বাড়িয়ে দু’কোটি টাকা করা হোক। বর্তমানে বছরে ৪০ লক্ষ টাকার নীচে ব্যবসা হলে তাকে বাধ্যতামূলকভাবে জিএসটির আওতায় আসার দরকার হয় না। পরিষেবা শিল্পে সেই সীমা ২০ লক্ষ টাকা।
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা