বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

চলন্ত অটোয় মহিলার শ্লীলতাহানি, গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলন্ত অটোয় শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। শনিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে জোড়াবাগান–উল্টোডাঙা রুটের আটোতে। তরুণীর অভিযোগের ভিত্তিতে এক যাত্রীকে আটক করে জোড়াবাগান থ।নার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত যাত্রীর নাম সঞ্জীব দত্ত।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী স্বামীকে নিয়ে শনিবার রাত নটা নাগাদ অটোতে ওঠেন জোড়াবাগান থেকে। ব্যক্তিগত কাজে তাঁরা উল্টোডাঙা যাচ্ছিলেন। ওই জায়গা থেকেই অটোয় ওঠে অভিযুক্ত। সে মহিলার পাশে বসে ছিল। অভিযোগপত্রে মহিলা জানিয়েছেন, আহিরীটোলা আসার পর তাঁর দেহে হাত দেয় অভিযুক্ত। তিনি প্রতিবাদ করলে তর্ক জুড়ে দেয় ওই যুবক। সে বলতে থাকে, অটোর ঝাঁকুনিতে এই ঘটনা ঘটেছে। ইচ্ছাকৃতভাবে সে এটা ঘটায়নি। অটোটি শোভাবাজারের কাছে এলে সে আবার তরুণীর শ্লীলতাহানি করে। মহিলা তখন রুখে দাঁড়ান। তাঁর স্বামীও প্রতিবাদ করেন। অটো হাতিবাগান পৌঁছলে অভিযুক্তকে অটো থেকে নামান স্বামী-স্ত্রী। সামনে দাঁড়িয়ে থাকা পুলিসকর্মীকে সমস্ত ঘটনার কথা জানান। কর্তব্যরত এক পুলিসকর্মী তিনজনকে জোড়াবাগান থানায় নিয়ে আসেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, সে জোড়াবাগান এলাকায় একটি কাপড়ের দোকানে কাজ করে। শনিবার কাজ সেরে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটায়। ধৃত পুলিসের কাছে শ্লীলতাহানির কথা স্বীকার করেছে। রবিবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। অভিযুক্তপক্ষের আইনজীবী তাঁর মক্কেলের জামিন চান। যদিও তার বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, মহিলার সম্ভ্রমহানিতে অভিযুক্ত এই ব্যক্তি। মহিলার গোপন জবানবন্দি এখনও নেওয়া হয়নি। তাই ছাড়া পেলে অভিযুক্ত ভয় দেখাতে পারে মহিলাকে। সওয়াল শেষে তাকে পুলিসি হেফাজতে পাঠায় আদালত।
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে বাধা থাকবে। বিকেল থেকে বিদ্যা অনুশীলনে শুভ ফললাভ। নতুন কোনও যোগাযোগ থেকে উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৬.৭৭ টাকা১১০.৫১ টাকা
ইউরো৮৮.৬৮ টাকা৯২.০৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা