বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

স্বরূপনগর কলেজে অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার চার অস্থায়ী শিক্ষাকর্মী নিয়োগ ঘিরে বিতর্ক কলেজে। ইতিমধ্যেই এনিয়ে আপত্তি জানিয়ে কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীরা অধ্যক্ষকে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি শিক্ষাদপ্তরেও লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাটি স্বরূপনগর বিধানসভার শহিদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের। এনিয়ে কলেজের পরিচালন সমিতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদও। ফলে, নিয়োগ নিয়েও তৃণমূলের ঘরোয়া কোন্দল প্রকাশ্যে এল।
জানা গিয়েছে, কয়েক মাস আগে শহিদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ে পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয় যে, চারজন অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। কলেজে ইতিমধ্যে রয়েছেন ১৫ জনের বেশি অস্থায়ী শিক্ষাকর্মী। তারা প্রকাশ্যে মুখ না খুললেও অধ্যক্ষকে তাঁরা এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি, এমনিতেই কলেজ কর্মরত অস্থায়ী কর্মীদের বেতন দিতে সমস্যায় পড়ে। কিন্তু তারপরেও নতুন করে চারজনকে নিয়োগ করা হচ্ছে কেন? এই নিয়োগের কোনও প্রয়োজন নেই বলেও দাবি তাঁদের। নিয়োগের প্রতিবাদ জানিয়ে কলেজে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পোস্টারিংও করেন অস্থায়ী কর্মীরা।
এ নিয়ে এক তৃণমূল ছাত্রনেতা বলেন, সভাপতি বিধায়ক বীণা মণ্ডল নিজের ক্ষমতা দেখাতে এই নিয়োগ করতে চাইছেন। এনিয়ে কেন এত তৎপরতা, বুঝে উঠতে পারছি না। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে বলেও আমাদের ধারণা। এ বিষয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি বীণা মণ্ডল বলেন, পুরো নিয়ম মেনেই নিয়োগ হচ্ছে। বিজ্ঞাপন দেওয়া থেকে আলোচনা, সবটাই করা হয়েছে। আমি সভাপতি থাকাকালীন অনেক উন্নয়ন করেছি কলেজের। তারপরেও কেন এত কথা, আমার জানা নেই।
6Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা