কলকাতা

মশা মারতে ‘ড্রোন’ উড়বে আমডাঙায়

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, কল্যাণী: ডেঙ্গু সংক্রমণ রুখতে তৎপর হল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। কোথাও মশা নিধনের অভিযান চলছে, কোথাও প্রস্তুত রাখা হয়েছে হাসপাতাল। মশা মারতে বৃহস্পতিবার আমডাঙার গাদামারা বাজারে বিভিন্ন বন্ধ বাড়ি ও জলাশয়ের উপর ড্রোনের মাধ্যমে রাসায়নিক স্প্রে (লার্ভিসাইড স্প্রে) করল প্রশাসন। কল্যাণীর জেএনএম হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে রেড জোন। ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা ১০টি বেড রাখা হয়েছে। রেড জোনে থাকা রোগীদের থেকে কোনওভাবেই যেন অন্য রোগীদের সংক্রমণ না ছড়ায় সেদিকে নজর দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের রাতে মশারি টাঙিয়ে শোয়ার কথা বলা হয়েছে। এই বিষয়ে ওই মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, আমরা স্বাস্থ্যদপ্তরের নিয়ম মেনে রেড জোন প্রস্তুত রেখেছি। তবে ওই জোনে এখন ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
 প্রতিবছরের মতো এই বছরও ডেঙ্গুর গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী উত্তর ২৪ পরগনা জেলায়। প্রায় ২০০ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন জায়গায় জমা জলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে বলে মনে করছেন চিকিৎসক মহল। সেই মতো ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। এবার ডেঙ্গু মোকাবিলায় আরও একধাপ এগল জেলা প্রশাসন। বৃহস্পতিবার আমডাঙার গাদামারা বাজারে আসা মানুষকে সচেতন করা হয়। তারপরেই ‘লার্ভিসাইড স্প্রেয়িং ড্রোন’ এলাকাগুলিতে রাসায়নিক তরল স্প্রে করে। তাই ডেঙ্গি দমনে মশার আঁতুড়ঘরকে চিহ্নিত করে এই কাজ শুরু হয়। আর ডেঙ্গু বিনাশ করার অন্যতম টেকনিক্যাল পদক্ষেপ হল ড্রোন স্প্রে।। জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সচেতনতা শিবির হয়েছে এদিন। তবে, উল্লেখযোগ্যভাবে জেলায় প্রথমবার ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য ড্রোন ব্যবহার করে লার্ভিসাইড স্প্রে করা হল। আগামী দিনে এটা চলতে থাকবে।
নিজস্ব চিত্র
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মরশুমি রোগের ভোগান্তিতে স্বাস্থ্যহানির যোগ প্রবল। কাজকর্মে কিছুটা আলস্য ভাব আসতে পারে। বিদ্যায় উন্নতির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা