বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মিড ডে মিলে কারচুপির অভিযোগ সরকারি স্কুলে, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার সরকারি বিদ্যালয়ে মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষকের ‘কারচুপি’ ধরলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। তাঁর অভিযোগ, মিড ডে মিলের জন্য ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা অনেক বেশি দেখানো হচ্ছে। খাতায় কলমে প্রধান শিক্ষকের হিসেবের সঙ্গে বাস্তবের বিস্তর ফারাক। মিড ডে মিলের এই দুর্নীতি নিয়ে চৌরশি হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দেগঙ্গার বিডিওর কাছে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলাম। আর দেগঙ্গার বিডিও ফাহিম আলম বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা কর্মাধ্যক্ষের সঙ্গে কথা বলে তদন্ত হবে। অভিযোগের ভিত্তিতে একট তদন্তকারী দল তৈরি করা হয়েছে।
দেগঙ্গা ব্লকের মধ্যে অন্যতম বিদ্যালয় হল চৌরাশি হাই স্কুল। পড়ুয়ার সংখ্যা প্রায় ২৩০০। এই স্কুলের মিড ডে মিল নিয়ে বেশ কিছুদিন ধরেই অভিযোগ আসছিল দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল মোল্লার কাছে। সদ্য তিনি বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে স্কুলে যান। সেদিন স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক। মিড ডে মিল রান্নার দায়িত্বে থাকা কর্মীদের কাছ থেকে শিক্ষা কর্মাধ্যক্ষ জানতে পারেন, ওই দিন মিড ডে মিলে খিচুড়ি রান্না হয়েছে আট কেজি চাল এবং পাঁচ কেজি আলু দিয়ে। অথচ ওইদিন ৩৩৭ জন ছাত্রছাত্রী মিড ডে মিল নিয়েছে বলে প্রধান শিক্ষক বিডিও অফিসে রিপোর্ট দিয়েছেন বলে অভিযোগ শিক্ষা কর্মাধ্যক্ষের। এরপরেই মিড ডে মিলে কারচুপির অভিযোগ আনেন তিনি। শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, নিয়ম অনুযায়ী রোজ মিড ডে মিলের হিসেব বোর্ডে লেখা থাকা উচিত। কিন্তু পরিদর্শনের দিন গিয়ে দেখলাম, বোর্ডে ফাঁকা। কিছুই লেখা নেই। প্রধান শিক্ষকও ছিলেন না। রাঁধুনিরা জানিয়েছিলেন, আট কেজি চাল ও পাঁচ কেজি আলু দিয়ে খিচুড়ি রান্না হয়েছে। অথচ বিডিও অফিসে গিয়ে দেখি সরকারিভাবে প্রধান শিক্ষক রিপোর্ট দিয়েছেন যে, ৩৩৭ জন ছাত্রছাত্রী মিড ডে মিল নিয়েছে সেদিন। তাঁর দাবি, ৩৩৭ জন ছাত্রছাত্রীর জন্য ৪৫ কেজি চালের প্রয়োজন। সেখানে মাত্র আট কেজি চাল রান্না হয়েছে। তাহলে বাকি চাল গেল কোথায়? আমি চাই উপযুক্ত তদন্ত করে পদক্ষেপ করা হোক। শিক্ষা কর্মাধ্যক্ষের সব অভিযোগ অস্বীকার করেছেন চৌরাশি হাই স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলাম। তিনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। বিভাগীয় তদন্ত হলে সব পরিষ্কার হয়ে যাবে।
নিজস্ব চিত্র
7Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা